Ipl 2021 Kkr: প্লে অফে উঠতে এই খেলোয়াড়দের হাতেই এবার নাইটদের ভাগ্য
নীতীশ রানা গত কয়েক বছর ধরে কেকেআরের টপ অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এখনও পর্যন্ত আইপিএল ২০২১ -এর প্রথম পর্বে তিনি ২০১ রান করেছেন। (সব ছবি সৌজন্যে কেকেআর ট্যুইটার)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআন্দ্রে রাসেল আইপিএলের সবচেয়ে বিস্ফোরক ব্যাটসম্যানদের মধ্যে ধরা হয়। এছাড়াও তিনি একজন প্রয়োজনীয় বোলারও। রাসেল তার অলরাউন্ড প্রতিভার কারণে কেকেআরের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য।
শুভমন গিল কেকেআরের হয়ে ওপেনার হিসেবে খেলছেন। ঘরোয়া লিগ হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, শুভমন তার ছোট কেরিয়ারে সবাইকে মুগ্ধ করেছেন। শুভমন আইপিএল ২০১৮ তে কেকেআরের হয়ে অভিষেক করেছিলেন এবং তখন থেকে দুর্দান্ত ক্রিকেট খেলছেন।
আইপিএলের দ্বিতীয় পর্বে শুরুটা ভাল হয়েছে কেকেআরের। আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত জয় এসেছে। এবার যদি কেকেআরকে এই টুর্নামেন্টে ফিরে আসতে হয়, তাহলে এই খেলোয়াড়দের দ্বিতীয় পর্বে ভালো পারফর্ম করতে হবে।
অস্ট্রেলিয়ার তারকা ফাস্ট বোলার প্যাট কামিন্স আইপিএল থেকে তার নাম প্রত্যাহার করার পর, এখন কেকেআরের ফাস্ট বোলিং আক্রমণের দায়িত্ব লকি ফার্গুসনের কাঁধে এসে পড়েছে। ফার্গুসন তার দ্রুতগতির বোলিংয়ের জন্য পরিচিত।
সুনীল নারাইন মানেই ব্যাটসম্যানদের সামনে রহস্য। যদিও চলতি মরসুমে সেভাবে কোনও বলার মতো পারফরম্যান্স নেই তাঁর।
রহস্য স্পিনার বরুণ চক্রবতীকে কেকেআর ২০২০ আইপিএল মরসুমে তাদের দলে নিয়েছিল। বরুণ তার অভিষেক মরসুমেই ১৭ টি উইকেট নিয়ে নজরে এসেছিলেন।।
বরুণ চক্রবর্তী কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম তারকা স্পিনার। টুর্নামেন্টে সুযোগ পাওয়ার পর থেকেই নজির গড়েছেন।
সুনীল নারাইন হয়তো গত কয়েক বছরে কিছুটা বিবর্ণ হয়ে গেছেন, কিন্তু কেকেআরের হয়ে ম্যাচগুলোকে নিজের মতো করে পাল্টানোর ক্ষমতা তাঁর এখনও আছে। এমনকী একজন ব্যাটসম্যান হিসেবেও তিনি কেকেআরের লাইন আপে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -