West Bengal Bandh Today: ফুটবল পায়ে পথ অবরোধ থেকে ট্রেনলাইনে গাছের গুঁড়ি, দেখুন রাজ্যজুড়ে সকালের বনধ চিত্
web-all-bandh-road-and-rail-blok-still-120221
1/9
ডোমজুড় থানার সামনে হাওড়া-আমতা রোডে রাস্তা আটকে ফুটবল খেলতে দেখা গেল বাম কর্মী, সমর্থকদের। পুলিশ নীরব দর্শকের ভূমিকায়।
2/9
কোচবিহার শহরের কেশব রোডে সকালে টায়ার জ্বালিয়ে চলে যান বাম সমর্থকরা। পরে পুলিশ গিয়ে আগুন নেভায়। সকাল থেকে জেলায় বেসরকারি বাস বন্ধ। সরকারি বাস পরিষেবা স্বাভাবিক রয়েছে।
3/9
কোচবিহার শহরে জোর করে বাস আটকান কংগ্রেসের কর্মী, সমর্থকরা। পাল্টা ঝান্ডা হাতে পথে নামেন তৃণমূল কর্মীরা। আটকে পড়া বাসগুলিকে পুলিশের সহায়তায় বের করে নিয়ে যাওয়া হয়।
4/9
ডোমজুড় স্টেশনে রেললাইন অবরোধ করেন ধর্মঘটীরা। আটকে পড়ে ডাউন হাওড়া-আমতা লোকাল।
5/9
ধর্মঘটের সমর্থনে যাদবপুর এইট বি থেকে সিপিএমের মিছিল শুরু হয়। মিছিলে পা মেলান বাম কর্মী, সমর্থকরা।
6/9
শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে দেউলা ও সংগ্রামপুর স্টেশনের মাঝে ওভারহেড তারে কলাপাতা ফেলে দেন ধর্মঘটীরা। এর ফলে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন।
7/9
উল্টোডাঙায় বনধের সমর্থনে রাস্তায় বসে পড়েন বাম কর্মী-সমর্থকরা। চলে ফুটবল খেলাও।
8/9
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং হাসপাতাল মোড়ে রাস্তায় ক্যারম বোর্ড পেতে খেলতে শুরু করেন ধর্মঘটীরা। এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ক্যানিং-বারুইপুর রোড।
9/9
ধর্মঘটের প্রভাবে মোটামুটি ফাঁকা কলকাতার একাধিক জায়গা। রইল শ্য়ামবাজার পাঁচমাথা মোড়ের ছবি।
Published at :
Tags :
Left Front Left-Congress Alliance DYFI DYFI Protest Left-Congress Alliance DYFI Nabanna March Nabanna March Of DYFI DYFI March SFI March Left Front Youth Protest March Left Front Youth Protest Live Updates Left Front Youth Protest News Bengal Bandh 12 Hour Bengal Strike Police Crackdown On Nabanna March Bandh Situation Bandh Pictures West Bengal Bandh West Bengal Bandh Live Updates Kolkata Bandh 12-hour Bandh West Bengal Left Parties Kolkata Bandh Left Congress West Bengal Bandh Left Front Youth Protest Strike Congress Left Police Clash Navanna