West Bengal Bandh Today: ফুটবল পায়ে পথ অবরোধ থেকে ট্রেনলাইনে গাছের গুঁড়ি, দেখুন রাজ্যজুড়ে সকালের বনধ চিত্

web-all-bandh-road-and-rail-blok-still-120221

1/9
ডোমজুড় থানার সামনে হাওড়া-আমতা রোডে রাস্তা আটকে ফুটবল খেলতে দেখা গেল বাম কর্মী, সমর্থকদের। পুলিশ নীরব দর্শকের ভূমিকায়।
2/9
কোচবিহার শহরের কেশব রোডে সকালে টায়ার জ্বালিয়ে চলে যান বাম সমর্থকরা। পরে পুলিশ গিয়ে আগুন নেভায়। সকাল থেকে জেলায় বেসরকারি বাস বন্ধ। সরকারি বাস পরিষেবা স্বাভাবিক রয়েছে।
3/9
কোচবিহার শহরে জোর করে বাস আটকান কংগ্রেসের কর্মী, সমর্থকরা। পাল্টা ঝান্ডা হাতে পথে নামেন তৃণমূল কর্মীরা। আটকে পড়া বাসগুলিকে পুলিশের সহায়তায় বের করে নিয়ে যাওয়া হয়।
4/9
ডোমজুড় স্টেশনে রেললাইন অবরোধ করেন ধর্মঘটীরা। আটকে পড়ে ডাউন হাওড়া-আমতা লোকাল।
5/9
ধর্মঘটের সমর্থনে যাদবপুর এইট বি থেকে সিপিএমের মিছিল শুরু হয়। মিছিলে পা মেলান বাম কর্মী, সমর্থকরা।
6/9
শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে দেউলা ও সংগ্রামপুর স্টেশনের মাঝে ওভারহেড তারে কলাপাতা ফেলে দেন ধর্মঘটীরা। এর ফলে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন।
7/9
উল্টোডাঙায় বনধের সমর্থনে রাস্তায় বসে পড়েন বাম কর্মী-সমর্থকরা। চলে ফুটবল খেলাও।
8/9
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং হাসপাতাল মোড়ে রাস্তায় ক্যারম বোর্ড পেতে খেলতে শুরু করেন ধর্মঘটীরা। এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ক্যানিং-বারুইপুর রোড।
9/9
ধর্মঘটের প্রভাবে মোটামুটি ফাঁকা কলকাতার একাধিক জায়গা। রইল শ্য়ামবাজার পাঁচমাথা মোড়ের ছবি।
Sponsored Links by Taboola