Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Army Day Special: ৭৪ তম সেনা দিবস আজ, এক নজরে দিনটির তাৎপর্য
আজ দেশের ৭৪ তম সেনা দিবস। প্রতি বছর ১৫ জানুয়ারি সেনা দিবস পালিত হয়। সারা দেশজুড়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৪৯ সালের আজকের দিনেই শেষ ব্রিটিশ কম্যান্ডার-ইন-চিফ জেনারেল ফ্রান্সিস বুচার লেফটেন্যান্ট জেনারেল কে এম কারিয়াপ্পার হাতে ক্ষমতা হস্তান্তর করেন। কারিয়াপ্পান দেশের প্রথম সেনাপ্রধান। সেই থেকেই ১৫ জানুয়ারি দিনটি সেনা দিবস হিসেবে পালিত হয়।
১৮৯৫ সালের ১ এপ্রিল ভারতীয় সেনাবাহিনী ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে তৈরি হয়। তবে তখন নাম ছিল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি। স্বাধীনতার পর তা ইন্ডিয়ান আর্মি নামে পরিচিত পায়।
দেশভাগের সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্রিটিশ অধ্যক্ষের অধীনে এক বিশে কম্সযান্ডো গঠন করা হয়েছিল। এরপরই ১৯৪৯ সালে ১৫ জানুয়ারি কে এম কারিয়াপ্পা দেশের প্রথম ভারতীয় সেনাধ্যক্ষ হন।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার মিটার ওপরে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহতে যুদ্ধ করার নজির রয়েছে ভারতীয় সেনা বাহিনীর।
১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধেও এই ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়। প্রায় ৯৩ হাজার পাক সেনা আত্মসমর্পণ করেছিল সেবার।
এই দিনটিতে দেশের বীর সেনা, যাঁরা দেশের জন্য আত্মবিসর্জন দিয়েছেন, তাঁদের সম্মান জানানো হয়। পদাতিক, নৌ এবং বায়ুসেনার সদর দফতরগুলিতে মহাসমারোহে পালিত হয় এই বিশেষ দিনটি।
দিল্লির ক্যান্টনমেন্টের প্যারেড গ্রাউন্ডে সেনা দিবস উদযাপনে দ্য আর্মি রেড প্যারেড আয়োজিত হয়। এই গ্রাউন্ডের নামই কে এম কারিয়াপ্পা ময়দান।
১৯৭১-এর যুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৭৩তম সেনা দিবসের সকালে ‘বিজয় রান’ অর্থাৎ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়।
১৯৪৭ সালে ইন্দো-পাক যুদ্ধের সময় দক্ষিণ সীমান্তে বীরত্বের পরিচয় দিয়েছিলেন কারিয়াপ্পা। এই দিনে সাহসিকতার জন্য বিভিন্ন সেনা বাহিনীকে পুরস্কৃত করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -