Hooghly: করোনার ধাক্কায় কমেছে উপার্জন, কঠিন সময় সিঙ্গুরের শোলা শিল্পীদের
করোনা আবহে চলছে শারদোৎসবের প্রস্তুতি। এই পরিস্থিতিতে গত বছরের চেয়ে বাড়তি অর্ডার পেয়ে, আশার আলো দেখেছিলেন শোলা শিল্পীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাদা শোলার কারুকাজে রঙের ছোঁয়া। কখনও আবার রং এড়িয়ে শুধু সাদাতেই মনোমুগ্ধকর শিল্প। সেই শিল্পের ছোঁয়াতেই সেজে ওঠেন মৃন্ময়ী প্রতিমা।
থিমের যুগেও, সাবেকি প্রতিমার ডাকের সাজের জৌলুস এতটুকু ম্লান হয়নি। কিন্তু যে ডাকের সাজ ছাড়া একসময় পুজো হত না, সেই শিল্পীরাই আজ সমস্যায়।
হুগলির সিঙ্গুরের বারুইপাড়া -পলতাগড় পঞ্চায়েত এলাকায় চার পুরুষের বেশি বাস শোলা শিল্পীদের। পুজোর মুখে এবারও ব্যস্ততা তাঁদের।
গত বছরের খরা কাটিয়ে করোনা আবহে দুর্গাপুজোয় বাড়তি অর্ডার মিলেছে। কিন্তু তবু মুখের হাসি চওড়া হচ্ছে না তাঁদের। কারণ, করোনা আবহে কাঁচামালের অভাবের পাশাপাশি আগুন দাম। ফেরাতে হচ্ছে অর্ডার।
কাঁচামালের মূল্যবৃদ্ধি, জোগানের অভাব, লাভের অংশ কমে যাওয়ায় ইদানীং পেশা থেকে মুখ ফেরাচ্ছে বর্তমান প্রজন্মও।
এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের প্রত্যাশায় শিল্পীরা। রথীন মালাকার আরও বলেন, 'সরকার যদি কম সুদে ঋণের ব্যবস্থা করত ভাল হত।
সিঙ্গুরের পঞ্চায়েত সমিতির সভাপতি তপন মালিক বলেছেন, 'অসংগঠিত শ্রমিকদের জন্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনা আছে।'
তিনি আরও বলেন, 'সবাই আবেদন করলে, খতিয়ে দেখা হবে। যোজনার আওয়াত পড়লে সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন।'
মজুত থাকা শোলা দিয়েই চলছে আপাতত কাজ। হাত লাগিয়েছে বাড়ি ছোট সদস্য থেকে বয়স্করাও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -