Exclusive Interview: বাঙালি লাইন আম্পায়ারের উইম্বলডনের স্বপ্ন সত্যি, দেখে নিন সেই ছবি
উইম্বলডনের ঘাসের কোর্টে আম্পায়ারিং করে এসেছেন সৈকত রায়। এবারের উইম্বলডনে ৩ জন বাঙালির মধ্যে অন্যতম ছিলেন হুগলির সৈকত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউইম্বলডন টেনিসের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যশালী টু্র্নামেন্ট। সেই টুর্নামেন্টেই এবার কোর্টে আম্পায়ার হিসেবে খেলিয়েছেন সৈকত রায়।
উইম্বলডনের ফলকের সামনে দাঁড়িয়ে সৈকত। ভারত থেকে সমীরকে নিয়ে এবার মোট ৭ জন আম্পায়ার উইম্বলডন খেলানোর দায়িত্ব পেয়েছিলেন।
মোট ১০০ জন এবছর উইম্বলডনে আম্পায়ারিংয়ের জন্য আবেদন করেছিলেন। সেখান থেকেই ৭ জনকে বাছাই করা হয়।
লন্ডনে ঢোকার আগে সার্বিয়াতে ১১ দিন সার্বিয়ায় কাটাতে হয়। সেখান থেকেই করোনার নেগেটিভ রিপোর্ট নিয়ে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেন সৈকতরা।
জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন সমীর বন্দ্যোপাধ্যায়ের ম্যাচও খেলিয়েছেন সৈকত। দুজনের মধ্যে কথাও হয়েছে সমীর চ্যাম্পিয়ন হওয়ার পর। আগামীতেও উইম্বলডনে ম্যাচ খেলানোর ইচ্ছে প্রকাশ করেছেন সৈকত। (তথ্য ও ছবি সৌরভ বন্দ্যোপাধ্যায়)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -