Exclusive Interview: বাঙালি লাইন আম্পায়ারের উইম্বলডনের স্বপ্ন সত্যি, দেখে নিন সেই ছবি

উইম্বলডনে বাঙালি আম্পায়ার সৈকত রায় (ডানদিন থেকে দ্বিতীয় জন)

1/6
উইম্বলডনের ঘাসের কোর্টে আম্পায়ারিং করে এসেছেন সৈকত রায়। এবারের উইম্বলডনে ৩ জন বাঙালির মধ্যে অন্যতম ছিলেন হুগলির সৈকত।
2/6
উইম্বলডন টেনিসের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যশালী টু্র্নামেন্ট। সেই টুর্নামেন্টেই এবার কোর্টে আম্পায়ার হিসেবে খেলিয়েছেন সৈকত রায়।
3/6
উইম্বলডনের ফলকের সামনে দাঁড়িয়ে সৈকত। ভারত থেকে সমীরকে নিয়ে এবার মোট ৭ জন আম্পায়ার উইম্বলডন খেলানোর দায়িত্ব পেয়েছিলেন।
4/6
মোট ১০০ জন এবছর উইম্বলডনে আম্পায়ারিংয়ের জন্য আবেদন করেছিলেন। সেখান থেকেই ৭ জনকে বাছাই করা হয়।
5/6
লন্ডনে ঢোকার আগে সার্বিয়াতে ১১ দিন সার্বিয়ায় কাটাতে হয়। সেখান থেকেই করোনার নেগেটিভ রিপোর্ট নিয়ে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেন সৈকতরা।
6/6
জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন সমীর বন্দ্যোপাধ্যায়ের ম্যাচও খেলিয়েছেন সৈকত। দুজনের মধ্যে কথাও হয়েছে সমীর চ্যাম্পিয়ন হওয়ার পর। আগামীতেও উইম্বলডনে ম্যাচ খেলানোর ইচ্ছে প্রকাশ করেছেন সৈকত। (তথ্য ও ছবি সৌরভ বন্দ্যোপাধ্যায়)
Sponsored Links by Taboola