Laal Singh Chaddha Shoot: আলাদা হয়েও একসঙ্গেই, শ্যুটিংয়ের ফাঁকেই টেবিল টেনিস খেললেন আমির- কিরণ
এই মুহূর্তে লাল সিং চাড্ডার শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন আমির খান। লাদাখে এই ছবির শ্যুটিং চলছে। ছবির সব কলা কুশলীদের সঙ্গে লাদাখেই বেশ কিছুদিন ধরে রয়েছেন আমির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউডের জনপ্রিয় এই অভিনেতা সম্প্রতি তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। বৈবাহিত জীবনে ইতি টেনেছন বলিউডের মিস্টার পারফেক্ট।
লাদাখে লাল সিং চাড্ডার শ্যুটিংয়ের ফাঁকে এবার টেবিল টেনিস খেলতে দেখা গেল আমিরকে। টেবিল টেনিসে মেতে উঠল আমির ও কিরণের ছেলে আজাদও।
শ্যুটিংয়ের ফাঁকে মুড বদলাতেই একটি মজার পরিবেশ তৈরির চেষ্টা করেছিল লাল সিং চাড্ডার টিম। তাঁরা একটি টেবিল টেনিস টুর্নামেন্টের আয়োজন করেছিল।
নিজেদের ১৫ বছরের বিবাহিত জীবনের ইতি টানলেও ছেলে আজাদের প্রতি যে তাঁরা সমানভাবে দায়িত্বশীল থাকবেন, সে কথা জানিয়েছিলেন আমির ও কিরণ।
লাল সিং চাড্ডা ছবিতে আমিরের বিপরীতে দেখা যাবে করিনা কপুর খানকে। ২ জনকে একঙ্গে এর আগে থ্রি ইডিয়টস ছবিতে দেখা গিয়েছে।
লাল সিং চাড্ডা টিমের সব কলাকুশলীরাই এদিন টেবিল টেনিস খেলায় মেতে উঠেছিলেন। সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়।
আমির ও কিরণকেও একসঙ্গে খেলতে দেখা গেল টেবিল টেনিস। দুজনকে দেখে একবারও মনে হয়নি যে তাঁরা তাঁদের বিবাহিত জীবনে আলাদা হয়ে গিয়েছেন।
আমির ও কিরণের সম্পর্ক দীর্ঘদিনের। ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। এটি অভিনেতার দ্বিতীয় বিয়ে ছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -