Assam Earthquake: হেলে পড়েছে বহুতল, রাস্তায় চওড়া ফাটল, ভূমিকম্পে অসমের ক্ষয়ক্ষতির ছবি
আজ সাত সকালেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল অসম। প্রথম কম্পন তো বটেই, পরবর্তী একাধিক কম্পনে কাঁপল অসম। মেঘালয় ও উত্তর-পূর্বের বিভিন্ন অংশেও কম্পন অনুভূত হয়েছে। (ছবি-পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে, এদিন সকাল ৭.৫১ টা নাগাদ অসমে ভূমিকম্প হয়। উৎসস্থল ছিল অসমের শোনিতপুর। মাটির দশ কিমি গভীরে তেজপুরের ৪৩ কিমি পশ্চিমে ছিল এই ভূমিকম্পের কেন্দ্র। (ছবি-পিটিআই)
শক্তিশালী কম্পনের পর একাধিক পরবর্তী কম্পন হয়। এরমধ্যে একটি ছিল ৭.৫৫ টা নাগাদ এবং এর মিনিট খানেক পর আরও একবার। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল বলেন, অসমে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। আমি সবার সুরক্ষা কামনা করছি। সবাইকে সতর্ক থাকার আর্জি জানাচ্ছি। (ছবি :হিমন্ত বিশ্বশর্মা-ট্যুইটার)
এই ভূকম্পে ক্ষয়ক্ষতির অনেক ছবিই সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। নগাওঁয়ে একটি বহুতল পাশের বহুতলে হেলে পড়েছে। (ছবি-এএনআই ট্যুইটারে পোস্ট ভিডিও থেকে নেওয়া)
৬.৪ মাত্রার ভূমিকম্পের পর শোনিতপুরের রাস্তায় ফাটল। (ছবি-এএনআই ট্যুইটারে পোস্ট ভিডিও থেকে নেওয়া)
গুয়াহাটির ভেটাপাড়ায় ভূমিকম্পে বিধ্বস্ত একটি বাড়ির সামনে লোকজন। দেওয়ালে ফাটলও দেখা গিয়েছে। (ছবি-পিটিআই)
ভেটাপাড়ায় ভূমিকম্পে বিধ্বস্ত বহুতলের সামনে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। (ছবি-পিটিআই)
অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ভূমিকম্পের ক্ষয়ক্ষতির কিছু ছবি শেয়ার করেছেন।(ছবি :হিমন্ত বিশ্বশর্মা-ট্যুইটার)
ভূমিকম্পের খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।(Image: PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -