Mumbai Coronavirus Crisis: উধাও করোনা আতঙ্ক, বাড়ি ফিরতে মরিয়া পরিযায়ী শ্রমিকরা
ভিড়ে ঠাসা স্টেশন, ট্রেন। কারও মুখে মাস্ক নেই। সালটা বদলেছে কেবল। ছবিটা নয়। করোনা কাঁটায় কাবু মহারাষ্ট্র। ফের ঘরে ফিরতে চাইছেন পরিযায়ীরা। ২০২০-র ভয়াবহ স্মৃতি ফেরাল করোনার দ্বিতীয় ঢেউ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসের এই ছবি আতঙ্ক ধরাবেই। প্রত্যেকদিন যেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা, সেখানে বাড়ি ফেরার এই মরিয়া চেষ্টায় প্রতিনিয়ত লঙ্ঘন হচ্ছে সামাজিক দূরত্ববিধি।
প্ল্যাটফর্মের বাইরে ধরা পড়ল লম্বা লাইনের ছবিটা। সঙ্গে অনেক জিনিস। বাড়ি ফিরতে চান সবাই।
মুম্বইয়ের পুলিশ ভিড় সামলাতে মরিয়া। উপযুক্ত পরিচয়পত্র দেখে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে স্টেশন চত্বরে। সতর্কবার্তা দেওয়া হচ্ছে মাস্ক পরা নিয়েও।
এদিকে লকডাউন ও নাইট কার্ফু নিয়ে দফায় দফায় অধিবেশন চলছে। করোনা পরিস্থিতিকে মাথায় রেখে সম্পূর্ণ লকডাউনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, খবর সূত্রের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -