Teacher's Day Popular Quotes: সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিনে ছবিতে ছবিতে তাঁর বিখ্যাত কিছু উক্তি
ডা. সর্বপল্লি রাধাকৃষ্ণন
1/10
সর্বপল্লি রাধাকৃষ্ণণ একবার বলেছিলেন, 'শিক্ষকদের দেশের সেরা মনের হওয়া উচিত।'
2/10
শিক্ষক দিবস পালন করা হয় রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে। তিনি বলেছিলেন, 'জ্ঞান আমাদের শক্তি দেয়, প্রেম আমাদের পূর্ণতা দেয়।'
3/10
শিক্ষায় অসামান্য অবদান রাখা রাধাকৃষ্ণণ আরও বলেছিলেন, 'বই হল সেই মাধ্যম যার মাধ্যমে আমরা সংস্কৃতির মাঝে সেতু তৈরি করি।'
4/10
রাধাকৃষ্ণণ আরও বলেছিলেন, 'একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হচ্ছে ডিগ্রি এবং ডিপ্লোমা প্রদান করা নয়, বরং মনোভাব এবং শিক্ষার অগ্রগতি ঘটানো।'
5/10
মানুষ গড়ার কারিগর বলা হয় শিক্ষককে। সমাজের শিক্ষকদের প্রতি বার্তায় দেশের প্রথম উপ রাষ্ট্রপতি বলেছিলেন, 'প্রকৃত শিক্ষক তাঁরাই যারা আমাদের নিজেদের জন্য চিন্তা করতে সাহায্য করে।'
6/10
সামাজিক শিক্ষাদানে রাধাকৃষ্ণণ আরও বলেছিলেন, 'আপনার প্রতিবেশীকে নিজের মতো করে ভালবাসুন।'
7/10
দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি আরও বলেছিলেন, 'আনন্দ এবং সুখের জীবন কেবল জ্ঞান এবং বিজ্ঞানের ভিত্তিতেই সম্ভব।'
8/10
রাধাকষ্ণণের আরও একটি বিখ্যাত উক্তি হল, 'শিক্ষার অন্যতম একটি অঙ্গ হওয়া উচিত সৃজনশীল মানুষ হিসেবে গড়ে ওঠা, যিনি বিভিন্ন পরিস্থিতি ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে পারেন।'
9/10
সর্বপল্লি রাধাকৃষ্ণণ একবার বলেছিলেন, 'আমার জন্মদিন উদযাপন করার পরিবর্তে, এটা আমার গর্বের সুযোগ হবে যদি ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।'
10/10
কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শণের প্রাক্তন অধ্যাপক রাধাকৃষ্ণণ একবার বলেছিলেন, 'পাপে নিমগ্ন যে, তাঁরও একটা ভবিষ্যৎ রয়েছে।'
Published at : 05 Sep 2021 04:55 PM (IST)