Teacher's Day Popular Quotes: সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিনে ছবিতে ছবিতে তাঁর বিখ্যাত কিছু উক্তি
সর্বপল্লি রাধাকৃষ্ণণ একবার বলেছিলেন, 'শিক্ষকদের দেশের সেরা মনের হওয়া উচিত।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশিক্ষক দিবস পালন করা হয় রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে। তিনি বলেছিলেন, 'জ্ঞান আমাদের শক্তি দেয়, প্রেম আমাদের পূর্ণতা দেয়।'
শিক্ষায় অসামান্য অবদান রাখা রাধাকৃষ্ণণ আরও বলেছিলেন, 'বই হল সেই মাধ্যম যার মাধ্যমে আমরা সংস্কৃতির মাঝে সেতু তৈরি করি।'
রাধাকৃষ্ণণ আরও বলেছিলেন, 'একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হচ্ছে ডিগ্রি এবং ডিপ্লোমা প্রদান করা নয়, বরং মনোভাব এবং শিক্ষার অগ্রগতি ঘটানো।'
মানুষ গড়ার কারিগর বলা হয় শিক্ষককে। সমাজের শিক্ষকদের প্রতি বার্তায় দেশের প্রথম উপ রাষ্ট্রপতি বলেছিলেন, 'প্রকৃত শিক্ষক তাঁরাই যারা আমাদের নিজেদের জন্য চিন্তা করতে সাহায্য করে।'
সামাজিক শিক্ষাদানে রাধাকৃষ্ণণ আরও বলেছিলেন, 'আপনার প্রতিবেশীকে নিজের মতো করে ভালবাসুন।'
দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি আরও বলেছিলেন, 'আনন্দ এবং সুখের জীবন কেবল জ্ঞান এবং বিজ্ঞানের ভিত্তিতেই সম্ভব।'
রাধাকষ্ণণের আরও একটি বিখ্যাত উক্তি হল, 'শিক্ষার অন্যতম একটি অঙ্গ হওয়া উচিত সৃজনশীল মানুষ হিসেবে গড়ে ওঠা, যিনি বিভিন্ন পরিস্থিতি ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে পারেন।'
সর্বপল্লি রাধাকৃষ্ণণ একবার বলেছিলেন, 'আমার জন্মদিন উদযাপন করার পরিবর্তে, এটা আমার গর্বের সুযোগ হবে যদি ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।'
কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শণের প্রাক্তন অধ্যাপক রাধাকৃষ্ণণ একবার বলেছিলেন, 'পাপে নিমগ্ন যে, তাঁরও একটা ভবিষ্যৎ রয়েছে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -