Ahmedabad Serial Blast Case: দেশে এই প্রথম একসঙ্গে ৩৮ জনের মৃত্যুদণ্ড, ঠিক কী হয়েছিল আমদাবাদে?
১৩ বছর পর আজ আমদাবাদে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় রায় ঘোষণা করল বিশেষ আদালত
1/11
১৩ বছরেরও বেশি সময় পরে আজ গুজরাতের আমদাবাদে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় রায় ঘোষণা করল বিশেষ আদালত। ৩৮ জনের মৃত্যুদণ্ড, বাকি ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ।
2/11
এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল মোট ৪৯ জনকে। তাদের মধ্যে ৪৮ জনের ২.৮৫ লক্ষ টাকা করে জরিমানা করেছে আদালত। একজনের ২.৮৮ লক্ষ টাকা জরিমানা হয়েছে।
3/11
একসঙ্গে এত জনের ফাঁসির সাজা ভারতে এর আগে হয়নি। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী হত্যা মামলায় ২৬ জনের ফাঁসির সাজা হয়েছিল।
4/11
২০০৮-এর ২৬ জুলাই আমদাবাদে ৭০ মিনিটের মধ্যে ২০টি জায়গায় বিস্ফোরণ হয়। প্রাণ হারান ৫৬ জন। জখম হন অন্তত ২৪০ জন।
5/11
আমদাবাদের দু’টি সরকারি হাসপাতালের সামনেও বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
6/11
জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহাদিন এই ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করে।
7/11
তদন্ত শুরু হওয়ার পর জানা যায়, শুধু আমদাবাদই নয়, সুরাতেও ৪০টির বেশি বিস্ফোরণ ঘটানোর ছক ছিল জঙ্গিদের। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই ছক বানচাল হয়ে যায়।
8/11
ধরা পড়ার পর সবরমতী জেলে মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে পালানোর ছক কষে কয়েকজন অভিযুক্ত। যদিও সেই চক্রান্ত ভেস্তে যায়।
9/11
আমদাবাদ বিস্ফোরণ মামলায় অভিযুক্ত ৭৭ জনের মধ্যে ৪৯ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। বাকি ২৮ জনকে বেকসুর খালাস ঘোষণা করা হয়।
10/11
এই ধারাবাহিক বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে গুজরাত পুলিশ প্রথমে ৮৫ জনকে গ্রেফতার করে। তবে আদালতে শুনানি শুরু হয় ৭৮ জনের বিরুদ্ধে। শেষপর্যন্ত সাজা দেওয়া হল ৪৯ জনকে।
11/11
আজ বিশেষ আদালতের বিচারপতি এ আর পটেল সাজা ঘোষণার পাশাপাশি আরও বলেছেন, ধারাবাহিক বিস্ফোরণে যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের পরিবারের লোকজনকে এক লক্ষ টাকা করে দিতে হবে।
Published at : 18 Feb 2022 01:07 PM (IST)