Ahmedabad Serial Blast Case: দেশে এই প্রথম একসঙ্গে ৩৮ জনের মৃত্যুদণ্ড, ঠিক কী হয়েছিল আমদাবাদে?
১৩ বছরেরও বেশি সময় পরে আজ গুজরাতের আমদাবাদে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় রায় ঘোষণা করল বিশেষ আদালত। ৩৮ জনের মৃত্যুদণ্ড, বাকি ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল মোট ৪৯ জনকে। তাদের মধ্যে ৪৮ জনের ২.৮৫ লক্ষ টাকা করে জরিমানা করেছে আদালত। একজনের ২.৮৮ লক্ষ টাকা জরিমানা হয়েছে।
একসঙ্গে এত জনের ফাঁসির সাজা ভারতে এর আগে হয়নি। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী হত্যা মামলায় ২৬ জনের ফাঁসির সাজা হয়েছিল।
২০০৮-এর ২৬ জুলাই আমদাবাদে ৭০ মিনিটের মধ্যে ২০টি জায়গায় বিস্ফোরণ হয়। প্রাণ হারান ৫৬ জন। জখম হন অন্তত ২৪০ জন।
আমদাবাদের দু’টি সরকারি হাসপাতালের সামনেও বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহাদিন এই ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করে।
তদন্ত শুরু হওয়ার পর জানা যায়, শুধু আমদাবাদই নয়, সুরাতেও ৪০টির বেশি বিস্ফোরণ ঘটানোর ছক ছিল জঙ্গিদের। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই ছক বানচাল হয়ে যায়।
ধরা পড়ার পর সবরমতী জেলে মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে পালানোর ছক কষে কয়েকজন অভিযুক্ত। যদিও সেই চক্রান্ত ভেস্তে যায়।
আমদাবাদ বিস্ফোরণ মামলায় অভিযুক্ত ৭৭ জনের মধ্যে ৪৯ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। বাকি ২৮ জনকে বেকসুর খালাস ঘোষণা করা হয়।
এই ধারাবাহিক বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে গুজরাত পুলিশ প্রথমে ৮৫ জনকে গ্রেফতার করে। তবে আদালতে শুনানি শুরু হয় ৭৮ জনের বিরুদ্ধে। শেষপর্যন্ত সাজা দেওয়া হল ৪৯ জনকে।
আজ বিশেষ আদালতের বিচারপতি এ আর পটেল সাজা ঘোষণার পাশাপাশি আরও বলেছেন, ধারাবাহিক বিস্ফোরণে যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের পরিবারের লোকজনকে এক লক্ষ টাকা করে দিতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -