In Pics Lovlina Borgohain: গোলাঘাটে বাড়ি ফিরতেই রাজকীয় সংবর্ধনা পেলেন লভলিনা বড়গোহাঁই

লভলিনা বড়গোহাঁই

1/10
নিজের গ্রামের বাড়িতে ফিরলেন লভলিনা বড়গোহাঁই। সেখানে তাঁকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হল। (সব ছবি ট্যুইটার)
2/10
টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় বক্সার লভলিনার বাড়ি অসমের বড়মুখিয়ার গোলাঘাটে।
3/10
লভলিনা গাড়িতে ফিরছিলেন। রাস্তার দুধার থেকে পুস্পবৃষ্টি করা হয় তাঁকে ঘিরে।
4/10
এরপর গ্রামে এক সংবর্ধনা মঞ্চে তাঁকে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা দিলেন অসম গণ পরিষদের সভাপতি অতুল বোরা।
5/10
এর আগে ক্রীড়ামন্ত্রকের তরফেও লভলিনাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল।
6/10
সংবর্ধনা মঞ্চেই লভলিনা জানিয়ে দিলেন আগামী অলিম্পিক্সে আরও ভাল পারফর্ম করবেন।
7/10
বক্সিংয়ে এই প্রথমবার অলিম্পিক্সের মঞ্চে নেমেছিলেন লভলিনা। আর প্রথমবারেই ব্রোঞ্জ জিতেছেন তিনি।
8/10
অতুল বোরা উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন লভলিনাকে। এছাড়াও একটি বিশেষ উপহারও তাঁকে দেওয়া হয়।
9/10
সংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন জেলার এসপি, ডিসি সহ অন্যান্য বিশেষ ব্যক্তিত্বরাও।
10/10
এলাকার সাধারণ মানুষের লভলিনাকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকেই তাঁকে একবার ছুঁয়ে দেখার চেষ্টা করছিলেন।
Sponsored Links by Taboola