Bengal Cricket Team Camp: প্রাক মরসুম ফিটনেস ক্যাম্প শুরু বাংলা দলের, মন্ত্রীত্ব পাওয়ার পর প্রথমবার ২২ গজে মনোজ
২০২১ -২০২২ মরসুমের জন্য বাংলা ক্রিকেট দলের ফিটনেস ক্যাম্প শুরু হয়ে গেল। এদিন সকাল ৬.৩০ থেকে অনুশীলন শুরু করেছিল সিনিয়র বাংলা ক্রিকেট দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিছুদিন আগেই দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন শিবশঙ্কর পাল। প্রাক্তন বঙ্গ পেসার এদিন অনুশীলনে কোচ অরুণ লালের সঙ্গে উপস্থিত ছিলেন।
বাংলা দলের প্রায় সব ক্রিকেটারই এদিন অনুশীলনে উপস্থিত ছিলেন। তবে জাতীয় দলের সঙ্গে যারা যারা রয়েছেন, তাঁরা ছিলেন না।
চণ্ডী গঙ্গোপাধ্যায় প্লেয়ার্স এরিনায় এদিন ফিটনেস ক্যাম্প ছিল বাংলা দলের। মোট ৩৯ জন ক্রিকেটারের নাম আগেই ঘোষণা করেছিল সিএবি।
দলের ব্যাটিং ব্রিগেডের অভিজ্ঞ তারকা শ্রীবৎস গোস্বামী ও পেস ব্যাটারি আকাশদীপকে একসঙ্গে রানিং করতে দেখা গেল। সেই ছবি ক্যামেরাবন্দিও হয়েছে।
ট্রেনার সঞ্জীব দাসের সঙ্গে অনেকক্ষণ কথা বললেন কোচ অরুণ লাল। ছেলেদের ফিটনেস, ইয়ো ইয়ো টেস্ট সব কিছু নিয়েই আলোচনা করলেন বঙ্গ কোচ।
কোচ অরুণ লালের সঙ্গে এদিন ছিলেন সহকারী সৌরাশিষ লাহিড়ীও। কিছুদিন আগেই নতুন দায়িত্ব পেয়েছেন বাংলার প্রাক্তন এই স্পিনার। তিনি বলেন, 'সিএবি আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা পেয়ে আমি গর্বিত। আমাদের দলে একাধিক দুর্দান্ত প্রতিভা রয়েছে। আমাদের একটাই লক্ষ্য ট্রফি জয়।'
বাংলা দলের প্রথম দিনের প্রস্তুতি দেখতে মাঠে এদিন উপস্থিত হয়েছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। দলের ছেলেদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গেও কথা বলেন।
বোলিং কোচ শিবশঙ্কর পাল নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন। অলরাউন্ডার শাহবাজ আহমেদের সঙ্গে অনেকক্ষণ কথাও বললেন ম্যাকো।
বাংলা দলের ট্রেনার সঞ্জীব দাসের তত্ত্বাবধানে ট্রেনিং সাড়লেন দলের ক্রিকেটাররা। মরসুমের অনুশীলন পুরোদমে শুরু করার আগে ফিটনেসে নজর দেওয়াটাই মূল লক্ষ্য বঙ্গ ক্রিকেটারদের।
প্রথম দিনের অনুশীলনে দেখা মিলল মনোজ তিওয়ারির। মনোজ গত বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের টিকিটে হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন। বিপুল ভোটে জিতে তিনি যে শুধু বিধায়কই হয়েছেন তাই নয়, রাজ্যের ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রীও হয়েছেন।
অনুশীলনে বেশ খোশমেজাজে দেখা গেল বাংলা দলের অভিজ্ঞ তারকা অনুষ্টুপ মজুমদারকে। কোচ অরুণ লাল বলেন, 'নতুন একটা মরসুম শুরু হতে চলেছে। ছন্দে ফিরতে সবার অবশ্যই একটু সময় লাগবে। কিন্তু ছেলেদের উদ্যম দেখে ভীষণ ভাল লাগছে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -