AR Rahman Songs List: এই গানগুলোই বিখ্যাত করেছেন অস্কারজয়ী এ আর রহমানকে
এ আর রহমান
1/9
স্লামডগ মিলিয়নিয়ার ছবির জয় হো গানটি বিখ্যাত একটি গান এ আর রহমানের। এই ছবির মিউজিক ও গানের জন্য জন্য অস্কার পেয়েছিলেন তিনি।
2/9
উর্বশী.. উর্বশী গানটি রহমানের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম একটি গান।
3/9
লাগান ছবিতে আমির খান ও গ্রেসি সিংহ অভিনীত রাধা ক্যায়সে না চলে.. এ আর রহমানের অন্যতম সেরা একটি সৃষ্টি।
4/9
সুশান্ত সিংহ রাজপুত অভিনীত শেষ ছবি দিল বেচারা ছবিতেও মিউজিক কম্পোজ করেছেন এ আর রহমান।
5/9
বম্বে ছবির তু হি রে গানটি বিখ্যাত একটি গান এ আর রহমানের।
6/9
রকস্টার ছবির তুম হো... সাথ মেরে... গানটিও এ আর রহমানের জনপ্রিয় গান।
7/9
রকস্টার ছবির নাদান পরিন্দে.. গানটি আজও বিভিন্ন কনসার্টে তাঁর গলায় শোনার আবদার করেন অনেকেই।
8/9
ওকে জানু ছবির হাম্মা.. হাম্মা.. গানটি বেশ জনপ্রিয় এ আর রহমানের।
9/9
শাহরুখ খান অভিনীত দিল সে ছবির টাইটেল ট্র্যাকও এ আর রহমানের মিউজিক। বলিউডের অন্যতম বিখ্যাত গানগুলোর মধ্যে একটি গান সেটি।
Published at : 06 Oct 2021 05:34 PM (IST)