AR Rahman Songs List: এই গানগুলোই বিখ্যাত করেছেন অস্কারজয়ী এ আর রহমানকে
স্লামডগ মিলিয়নিয়ার ছবির জয় হো গানটি বিখ্যাত একটি গান এ আর রহমানের। এই ছবির মিউজিক ও গানের জন্য জন্য অস্কার পেয়েছিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউর্বশী.. উর্বশী গানটি রহমানের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম একটি গান।
লাগান ছবিতে আমির খান ও গ্রেসি সিংহ অভিনীত রাধা ক্যায়সে না চলে.. এ আর রহমানের অন্যতম সেরা একটি সৃষ্টি।
সুশান্ত সিংহ রাজপুত অভিনীত শেষ ছবি দিল বেচারা ছবিতেও মিউজিক কম্পোজ করেছেন এ আর রহমান।
বম্বে ছবির তু হি রে গানটি বিখ্যাত একটি গান এ আর রহমানের।
রকস্টার ছবির তুম হো... সাথ মেরে... গানটিও এ আর রহমানের জনপ্রিয় গান।
রকস্টার ছবির নাদান পরিন্দে.. গানটি আজও বিভিন্ন কনসার্টে তাঁর গলায় শোনার আবদার করেন অনেকেই।
ওকে জানু ছবির হাম্মা.. হাম্মা.. গানটি বেশ জনপ্রিয় এ আর রহমানের।
শাহরুখ খান অভিনীত দিল সে ছবির টাইটেল ট্র্যাকও এ আর রহমানের মিউজিক। বলিউডের অন্যতম বিখ্যাত গানগুলোর মধ্যে একটি গান সেটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -