Olympics Games Throwback: টোকিওয় দেখা যাবে না তাঁকে, ফিরে দেখা রিও অলিম্পিক্সে সাক্ষীর ব্রোঞ্জ জয়ের মুহূর্ত

রিওতে ব্রোঞ্জ জিতেছিলেন সাক্ষী মালিক

1/7
রেসলিংয়ে ভারতের গর্ব সাক্ষী মালিক। আগের বার রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন সাক্ষী। ২০১৬ সালে অলিম্পিক্সে অংশ নিয়ে ইতিহাস রচনা করেন এই কুস্তিগির।
2/7
ভারতের হয়ে রিও অলিম্পিক্সে মহিলাদের রেসলিংয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সাক্ষী। ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন তিনি।
3/7
রিওর সবচেয়ে গর্বের মুহূর্ত ছিল যখন প্রিয় ছাত্রী পদক জয়ের পর সাক্ষীর কোচ তাঁকে কাঁধে তুলে নিয়েছিলেন। চোখে জল চলে এসেছিল সাক্ষীর। তাঁর হাতে তখন ছিল তেরঙ্গা।
4/7
রোহতকের সাক্ষী পদক জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন প্রথম থেকেই। মহিলাদের রেসলিংয়ের ৫৮ কেজি ফ্রিস্টাইল বিভাগে কিরগিজস্তানের আইসুলু টিনিবিকেভাকে হারিয়ে দিয়ে ব্রোঞ্জ জেতেন তিনি।
5/7
সাক্ষীর বাবা একজন দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মী ছিলেন। সাক্ষীই দেশের প্রথম মহিলা কুস্তিগির যিনি অলিম্পিক্সে পদক জিতছিলেন।
6/7
রোহতকের মোখরা গ্রামে জন্ম হয় সাক্ষীর। একজন মেয়ে হয়ে খেলার জগতে আসায় অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল সাক্ষীকে প্রথমে। তাঁর কোচকেও কথা শুনতে হয়েছিল। কিন্তু প্রথম থেকেই সাক্ষীর পরিবার তাঁকে সমর্থন করে এসেছে।
7/7
একবার এক সাক্ষাৎকারে সাক্ষী বলেছিলেন যে, 'আমি কখনও জানতামই না অলিম্পিক্স সম্পর্কে। আমি শুধু একজন ক্রীড়াবিদ হতে চাইতাম কারণ তাহলে প্লেনে চড়তে পারব। দেশকে প্রতিনিধিত্ব করতে পারলে প্লেনে চড়ার সুযোগ চলে আসে।'
Sponsored Links by Taboola