In Pics Csk Ipl 2021: আরবদেশে আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়লেন ধোনি, রায়নারা
অনুশীলনে ধোনি- রায়না
1/10
আইপিএলের দ্বিতীয় লেগে নামার আগে প্রস্তুতি শুরু করে দিল সিএসকে। দলের বেশিরভাগই নামলেন অনুশীলনে। (সব ছবি সিএসকে ট্যুইটার)
2/10
অনেকদিন পর ফের মাঠে দেখা গেল সুরেশ রায়নাকে। চেন্নাইয়ের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ তিনি।
3/10
একফ্রেমে ধোনি- রায়না। ২ জনই অভিন্ন হৃদয় বন্ধু। ২ জনই একই দিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।
4/10
নেটে মহেন্দ্র সিংহ ধোনিই ছিলেন সবার মধ্যমণি।
5/10
দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমিতে প্রস্তুতিতে নেমে পড়ল সিএসকে। এর আগে চেন্নাইয়ে ক্যাম্পে অংশ নিয়েছিলেন ক্রিকেটাররা।
6/10
তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড নেটে ব্য়াটিং করলেন।
7/10
২২ গজের বাইরেও বিভিন্ন খেলায় পারদর্শী সিএসকে অধিনায়ক। বিলিয়ার্ডসেও হাতা পাকাতে দেখা গিয়েছে ধোনিকে।
8/10
গত বছর ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বিশ্বজয়ী ভারত অধিনায়ক। কিন্তু এখনও সেই একই ঝাঁঝ ধোনির ব্য়াটিংয়ে।
9/10
কোয়ারেন্টাইন পর্বে স্ত্রী প্রিয়ঙ্কার সঙ্গে দেখা গেল রায়নাকে।
10/10
আইপিএল খেলতে প্রথম দল হিসেবে ১৩ অগাস্ট আমিরশাহি উড়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস।
Published at : 20 Aug 2021 02:01 PM (IST)