Winter: প্রবল তুষারপাত, ঠান্ডায় কাঁপছে হিমাচল প্রদেশ, কাশ্মীর
বাংলায় যখন শীত লুকোচুরি খেলছে, শীতকালেও বৃষ্টি হচ্ছে, তখন ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। হিমাচল প্রদেশে প্রবল তুষারপাত। তার ফলে সিমলা সহ বিভিন্ন জায়গায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ থেকে রবিবার পর্যন্ত অবশ্য হিমাচল প্রদেশে তুষারপাত হবে না বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। ফলে কিছুটা স্বস্তি স্থানীয় বাসিন্দাদের।
প্রবল তুষারপাতের ফলে হিমাচল প্রদেশের বাসিন্দাদের পানীয় জলের অভাব হচ্ছে। বরফ জমে যাওয়ায় ১০৬টি পানীয় জল প্রকল্প থেকে জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে আজ থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
তুষারপাত হবে না বলে পূর্বাভাস দিলেও, আজ থেকে আবার আগামী কয়েকদিন হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
জম্মু ও কাশ্মীরেও প্রবল তুষারপাত। এখানেও প্রচণ্ড ঠান্ডা। আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই।
শ্রীনগরে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০ ডিগ্রি সেলসিয়াস। গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস। পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার পর্যন্ত বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
জম্মুতে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। জম্মুতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -