Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Danish Siddiqui's Funeral: দানিশ সিদ্দিকির শেষকৃত্য সম্পন্ন, সারা দেশের সঙ্গে শ্রদ্ধা কলকাতাতেও
আফগানিস্তানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তালিবানের সংঘর্ষের ছবি তুলতে গিয়ে প্রাণ হারানো চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকির মরদেহ গতকাল নয়াদিল্লিতে তাঁর বাড়িতে এসে পৌঁছয়। ছবি সৌজন্যে পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকন্দহর জেলার স্পিন বোল্দাক জেলায় আফগানিস্তান স্পেশাল ফোর্সের সঙ্গে কাজ করতে গিয়ে পুরস্কারপ্রাপ্ত চিত্রসাংবাদিক দানিশের মৃত্যু হয়। ছবি সৌজন্যে পিটিআই
দানিশের মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সবাই এই খবরে মর্মাহত। ছবি সৌজন্যে পিটিআই
দিল্লির বাসিন্দা দানিশ প্রথমে একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। পরে তিনি চিত্রসাংবাদিক হয়ে যান। ২০১০-এ ইনটার্ন হিসেবে তিনি রয়টার্সে যোগ দেন। ছবি সৌজন্যে পিটিআই
দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে অর্থনীতিতে স্নাতক হওয়ার পর ২০০৭ সালে জামিয়ার এজেকে মাস কমিউনিকেশন রিসার্চ সেন্টার থেকে মাস কমিউনিকেশনে ডিগ্রি অর্জন করেন দানিশ। ছবি সৌজন্যে পিটিআই
দানিশের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি জ্বালান সাংবাদিকরা। ছবি সৌজন্যে পিটিআই
নয়াদিল্লিতে দানিশের শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে প্রার্থনার আয়োজন করা হয়। ছবি সৌজন্যে পিটিআই
চিত্রসাংবাদিক হিসেবে নিজের কাজের প্রতি দায়বদ্ধ ও নিষ্ঠাবান ছিলেন দানিশ। তাঁর সহকর্মীরা শোকবার্তায় সে কথাই উল্লেখ করেছেন। ছবি সৌজন্যে পিটিআই
কাজের স্বীকৃতি হিসেবে পুলিৎজার পুরস্কার পান দানিশ। ছবি সৌজন্যে পিটিআই
দানিশকে শ্রদ্ধা জানিয়েছেন কলকাতার চিত্রসাংবাদিকরাও। ছবি সৌজন্যে পিটিআই
শুধু ভারতই নয়, সারা বিশ্বের সাংবাদিকরা দানিশের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। ছবি সৌজন্যে পিটিআই
দিল্লি পুলিশের এক কর্মীও দানিশের প্রতি শ্রদ্ধা জানান। ছবি সৌজন্যে পিটিআই
মুম্বইয়ে একটি আর্ট স্কুলের বাইরে দানিশের ছবি এঁকে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এক শিল্পী। ছবি সৌজন্যে পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -