Cricket Update: ভারতীয় বংশোদ্ভূত, যাঁরা অন্য দেশের হয়ে খেলেছেন
প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাদ্রাজে (বর্তমানে, চেন্নাই) জন্মেছিলেন। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক দেশের হয়ে ৯৬টি টেস্ট ও ৮৮টি ওয়ান ডে খেলেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিউজিল্যান্ডের এই স্পিনারের জন্ম পঞ্জাবের লুধিয়ানায়। চার বছর বয়সে সোধি সপরিবারে নিউজিল্যান্ডের অকল্যান্ডে চলে যান। সোধি ১৭ টি টেস্ট খেলে ৪১ টি উইকেট পেয়েছেন এবং ৩৩ টি ওয়ানডে খেলে ৪৩ টি উইকেট নিয়েছেন।
স্টুয়ার্ট ক্লার্ক অস্ট্রেলিয়ার হয়ে যথাক্রমে ২৪টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।
কেনিয়ার প্রাক্তন স্পিনার। তিনি ভারতীয় বংশোদ্ভূত ছিলেন। করিম কেনিয়ার হয়ে ৩৪ টি ওয়ানডে খেলে ২২8 রান করেন। একইসঙ্গে ২২৭টি উইকেট নেন।
প্রাক্তন অস্ট্রেলিয়ান বোলার অ্যাংলো-ইন্ডিয়ান পরিবারের সন্তান। ক্লার্কের বাবা ব্রুস ক্লার্ক চেন্নাইয়ের বাসিন্দা এবং মা মেরি কোলার গোল্ড ফিল্ডস থেকে এসেছিলেন।
রবি বোপারা একজন ভারতীয় বংশোদ্ভূত পরিবারের সন্তান।
একটি গুজরাতি পরিবারের ছেলে জিতেন পটেল। প্রাক্তন এই কিউই বোলার দেশের হয়ে ২৪টি টেস্ট ও ৪৩টি ওয়ান ডে খেলেছেন।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার হাসিম আমলা একটি গুজরাতি মুসলিম পরিবারের সদস্য। তিনি দেশের হয়ে ১৮১টি ওয়ান ডে ও ১২৪টি টেস্ট ম্যাচ খেলেছেন।
প্রাক্তন ক্যারিবিয়ান এই ক্রিকেটারের জন্ম হয়েছিল গায়ানায়। কিন্তু তাঁর পরিবার ভারতীয় বংশোদ্ভূত।
ভারতীয় বংশোদ্ভূত এক শিখ পরিবারে জন্ম হয়েছিল রবি বোপারার। ইংল্যান্ডের হয়ে ১২০টি ওয়ান ডে খেলেছেন বোপারা। খেলেছেন ১৩টি টেস্টও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -