Dakshineswar-Noapara Metro Pics: ৬ মিনিট অন্তর মেট্রো, জানেন ভাড়া কত?
এক সুতোয় গাঁথা হল দুই কালীতীর্থ। মেট্রো লাইন ধরে জুড়ল দক্ষিণেশ্বর থেকে কালীঘাট। আজ থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে দক্ষিণেশ্বর ও বরাহনগর মেট্রো। ঠিক কেমন হল নতুন স্টেশনগুলির অন্দরমহল? মেট্রো সফরে এবিপি আনন্দ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্টেশনে ঢুকতেই দেখা যাবে শ্রী রামকৃষ্ণ, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের বড় মূর্তি। রয়েছে রানি রাসমণির মূর্তিও। আর সবার ওপরে রয়েছে দক্ষিণেশ্বরের কালীমূর্তির প্রতিকৃতি।
এখনও ফুলের মালায় সাজানো রয়েছে স্টেশন চত্বর। গতকালই দক্ষিনেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নতুন এই লাইন চালু হওয়ার ফলে, নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পৌঁছানো যাবে মাত্র ১ ঘণ্টায়।
নতুন মেট্রো স্টেশনের চূড়ো দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। ভিতরে পুরনো কলকাতার ছবি।
ঝাঁ চকচকে এই মেট্রো স্টেশনের দেওয়ালে রয়েছে বিভিন্ন শিল্পকর্মের ছোঁয়া।
চলমান সিঁড়ির সামনের দেওয়ালে রয়েছে ডোকরার আদলে তৈরি পুতুল।
টিকিট কাউন্টারেও সারাদিন কমবেশি ভিড় দেখা গেল এইদিন। মেট্রো চালুর প্রথম ঘণ্টাতেই আয় হল সাড়ে ১৮ হাজার টাকা
গোটা স্টেশন চত্বরের দেওয়ালে রয়েছে পুরনো কলকাতার ছবি। তুলে ধরা হয়েছে কলকাতার বিভিন্ন স্থাপত্যকেও।
প্রথম দিনের সফরেই উৎসাহী জনতার ভিড় মেট্রো স্টেশনে। কেউ মজলের সেলফিতে, আবার কেউবা মুঠোফোনে বন্দি করলেন স্টেশনের আনাচ-কানাচ।
প্রতিদিন প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়।
শেষ মেট্রো রাত সাড়ে ৯টায়।
নর্থ-সাউথ মেট্রোয় এতদিন নিউ গড়িয়া থেকে নোয়াপাড়া পর্যন্ত রেক চলত। সম্প্রসারণের পর যুক্ত হল বরানগর ও দক্ষিণেশ্বর স্টেশন দুটি।
কলকাতা মেট্রো সূত্রে খবর, অফিস টাইমে ৬ মিনিট অন্তর মিলবে মেট্রো।
এই মুহূর্তে কলকাতা মেট্রোর সর্বোচ্চ ভাড়া ২৫ টাকা। সম্প্রসারিত যাত্রাপথের জন্য ভাড়া বাড়ছে না।
মেট্রো রেল সূত্রে খবর, প্রথমযাত্রার, প্রথম ১ঘণ্টায় শুধুমাত্র দক্ষিণেশ্বর স্টেশন থেকেই মেট্রো রেলের রোজগার ১৮ হাজার ৫০০ টাকা। ছবি: তোর্ষা ভট্টাচার্য্য
- - - - - - - - - Advertisement - - - - - - - - -