Bamboo Plants Usage: খেলনা, ডায়াপার, খাবার, ওষুধ, সবকিছুতেই কাজে লাগে বাঁশ

নানা কাজে ব্যবহার করা হয় বাঁশ

1/10
শুধু প্যান্ডেল বা মই তৈরিই নয়, আরও নানা কাজে ব্যবহার করা হয় বাঁশ। এমনকী, বাঁশ থেকে আচার সহ নানা ধরনের খাবারও তৈরি হয়।
2/10
রাস্তা তৈরিতেও ব্যবহার করা হয় বাঁশ। বাঁশের তৈরি সেতুও রয়েছে। সেই সেতু ১৬ টন পর্যন্ত ভার নিতে সক্ষম।
3/10
বিভিন্ন রোগ সারাতেও ব্যবহার করা হয় বাঁশ। চিনে কিডনির রোগে আক্রান্তদের সুস্থ করে তুলতে ব্যবহার করা হয় বাঁশ। এমনকী, ক্যান্সার আক্রান্তদের দেওয়া হয় বাঁশের পাতা ও শিকড় থেকে তৈরি ওষুধ। ইন্দোনেশিয়ায় হাড়ের রোগ সারাতে দেওয়া হয় বাঁশের ভিতরে থাকা জল।
4/10
ইউনেস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, ৭০ হেক্টর জমিতে যে পরিমাণে বাঁশ জন্মায়, তা থেকে ১,০০০ বাড়ি তৈরি করা যায়। বাড়ি তৈরির কাজে বাঁশ ব্যবহার করা হলে অনেক গাছ বাঁচানো সম্ভব। সারা বিশ্বে ১০০ কোটিরও বেশি মানুষ বাঁশের তৈরি বাড়িতে বাস করেন।
5/10
বাঁশ থেকে জামাকাপড়ও তৈরি করা যায়। বাঁশ থেকে তৈরি টি-শার্ট, মোজা, অন্তর্বাস বেশ জনপ্রিয়ও হয়ে উঠছে।
6/10
শুধু পোশাকই না, বাঁশের গয়নাও বেশ জনপ্রিয়। বাঁশ থেকে তৈরি হয় কানের দুল, হার, বালার মতো গয়না।
7/10
বাঁশ ব্যবহার করে তৈরি নানা খাবারও বেশ জনপ্রিয়। শুধু চিন, জাপানের মতো দেশগুলিতেই নয়, ভারতেও বাঁশের তৈরি খাবার জনপ্রিয় হয়ে উঠেছে।
8/10
বাঁশ দিয়ে তৈরি হয় আসবাবপত্রও। বাঁশের তৈরি খাট, চেয়ার, টেবল বেশ টেকসই।
9/10
বাঁশ দিয়ে এখন ডায়াপারও তৈরি করা হচ্ছে। জাপানের বিজ্ঞানীরা জানিয়েছেন, ৫০ বার ধোয়ার পরেও ভাল থাকে বাঁশ দিয়ে তৈরি ডায়াপার।
10/10
বাঁশ দিয়ে বাচ্চাদের নানা খেলনাও তৈরি হয়। অনেকেই প্লাস্টিকের খেলনার বদলে বাচ্চাদের বাঁশ দিয়ে তৈরি খেলনা উপহার দেন।
Sponsored Links by Taboola