Howrah Bridge for Tokyo Olympics: অলিম্পিক্স শুরুর আগেই সেজে উঠছে হাওড়া ব্রিজ, দেখে নিন সেই ছবি
টোকিও অলিম্পিক্স উপলক্ষে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হল হাওড়া ব্রিজ। একেবারে নতুন রূপে শহরের ঐতিহ্যশালী এই সেতু যেন রঙিন হয়ে উঠেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামী ২৩ জুলাই থেকে শুরু টোকিও অলিম্পিক্স। তার আগে বিভিন্ন দেশের খেলোয়াড়দের সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কলকাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্টের কর্মকর্তাদের উদ্যোগেই এইভাবে রঙিন আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে শহরের বুকে এই ব্রিজটিকে। লাল, নীল, সবুজ বিভিন্ন রঙয়ে সেজে উঠেছে ব্রিজটি।
এর আগেও বিভিন্ন সময় হাওড়া ব্রিজকে বিভিন্ন কারণে নতুন নতুন আলোকসজ্জায় সেজে উঠতে দেখা গিয়েছে। এটাকে টেকনিক্যালি বলা হয় ডায়নামিক আর্কিটেকচার অফ লাইটিং।
জাপান যেহেতু আয়োজক দেশ অলিম্পিক্সের। তাই তাঁদের দেশের জাতীয় পতাকাও মাঝে মাঝে আলোর রোশনাইয়ে দেখা যাবে।
মোট ৫টি মহাদেশের প্রতিযোগীরা অলিম্পিক্সে অংশ নেবেন। সেই সব দেশগুলোর প্রতীকী, তাদের জাতীয় পতাকা বা কােনও বিশেষ সাইন তুলে ধরা হচ্ছে আলোর রোশনাইয়ের মাধ্যমে।
যতদিন পর্যন্ত অলিম্পিক্স চলবে, ততদিন পর্যন্ত এই আলোকসজ্জা দেখতে পাওয়া যাবে। সাধারণ মানুষ প্রথম দিন থেকেই এই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন গঙ্গা পাড়ে।
বিভিন্ন স্পেশাল দিনে হাওড়া ব্রিজকে সাজিয়ে তোলা হয়। যেমন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস ও বিভিন্ন উৎসবের সময় যেমন, দুর্গাপুজোর সময়, দেওয়ালি, হোলির সময়ও ব্রিজকে আলোয় আলোয় সাজিয়ে তোলা হয়।
গত বছর ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ডায়নামিক আর্কিটেকচার অফ লাইটিংয়ের উদ্বোধন করেছিলেন। (তথ্য-সত্যজিৎ বৈদ্য, ছবি সৌজন্য- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট, কলকাতা)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -