Covid19 Rapid Home-Test Kit: এবার বাড়িতেই করোনা পরীক্ষা, ফল জানা যাবে ১৫ মিনিটে

মাত্র ১৫ মিনিটের মধ্যেই বাড়িতে বসে করোনা পরীক্ষার ফল জানা সম্ভব হবে

1/11
পুণের একটি সংস্থার তৈরি বাড়িতেই করোনা পরীক্ষা করার কিট অনুমোদন করল আইসিএমআর। এর ফলে মাত্র ১৫ মিনিটের মধ্যেই করোনা পরীক্ষার ফল জানা সম্ভব হবে।
2/11
‘কোভিসেলফ’ নামে এই কিটের দাম ২৫০ টাকা। এটি দেশের প্রথম বাড়িতে করোনা পরীক্ষার কিট। কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে এই কিট।
3/11
পুণের মাইল্যাব ডিসকভারি সলিউশনস সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হাসমুখ রাওয়াল জানিয়েছেন, তাঁরা প্রতি সপ্তাহে ৭০ লক্ষ করে করোনা পরীক্ষার কিট তৈরি করতে পারছেন। জুনের মধ্যে প্রতি সপ্তাহে এক কোটি করে কিট তৈরি করতে পারবেন।
4/11
পুণের এই সংস্থাই গত বছর দেশের প্রথম আরটি-পিসিআর টেস্ট কিট তৈরি করেছিল। এবার আরও একটি কিট তৈরি করল এই সংস্থা।
5/11
রাওয়াল জানিয়েছেন, আইসিএমআর-এর গাইডলাইন অনুযায়ী কোনও উপসর্গযুক্ত ব্যক্তি বা তাঁর সংস্পর্শে আসা অন্যান্য ব্যক্তিরা এই কিটের মাধ্যমে বাড়িতেই করোনা পরীক্ষা করে নিতে পারবেন। ফলে তাঁরা রোগের বিষয়ে নিশ্চিত হতে পারবেন।
6/11
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে আরটি-পিসিআর টেস্টের কিটের আকাল দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে নতুন কিট বাজারে এলে সমস্যা অনেকটাই মিটে যাবে।
7/11
অনেক জায়গাতেই করোনা পরীক্ষার রিপোর্ট আসতে ৭২ ঘণ্টা বা তারও বেশি সময় লাগছে। সেখানে নতুন কিটে মাত্র ১৫ মিনিট লাগবে। ফলে রিপোর্ট পজিটিভ এলে উপসর্গযুক্ত ব্যক্তি সঙ্গে সঙ্গে আইসোলেশনে চলে যেতে পারবেন।
8/11
করোনার দ্বিতীয় ঢেউয়ের পর এবার দেশজুড়ে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
9/11
দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার উদ্বেগ বাড়াচ্ছে।
10/11
করোনা পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞরা চিন্তিত।
11/11
কেন্দ্র ও রাজ্য সরকারগুলিও করোনা পরিস্থিতি মোকাবিলায় তৎপর।
Sponsored Links by Taboola