Tokyo Olympics 2020: অলিম্পিক্সের প্রস্তুতিতে টোকিওয় অনুশীলন শুরু করে দিলেন ভারতীয় শ্যুটাররা

অলিম্পিক্সের প্রস্তুতি শুরু ভারতীয় শ্যুটারদের

1/5
ভারতীয় শ্যুটিং দল টোকিও অলিম্পিক্সের জন্য প্রস্তুতি শুরু করে দিল। একদিনের বিশ্রামের পরই সোমবার থেকে অলিম্পিক্সের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় শ্যুটিং দল। এর আগে ক্রোয়েশিয়ায় অনুশীলন করেছিল ভারতীয় শ্যুটিং দল।
2/5
ক্রোয়েশিয়ায় প্রস্তুতি সেরেই সেখান থেকে সরাসরি টোকিওয় উড়ে গিয়েছে ভারতীয় দল। ১৫ সদস্যের শ্যুটিং দল এবার অলিম্পিক্সে অংশ নিতে টোকিওয় এসেছে।
3/5
হারুমি ওয়াটারফ্রন্ট জেলার গেমস ভিলেজে এই মুহূর্তে রয়েছেন প্লেয়াররা। প্রতিযোগীদের সঙ্গে রয়েছেন ৭ জন সাপোর্ট স্টাফও।
4/5
শ্যুটাররা তাঁদের অভিজ্ঞতা থেকে বলেছেন যে গেমস ভিলেজের ভেতরে মাস্ক পরে থাকা ছাড়া সেভাবে কোনও বাধা নিষেধ নেই। এবারের টুর্নামেন্টে ভাল ফলের ব্যাপারে আশাবাদী ভারতীয় শ্যুটাররা।
5/5
যে শ্যুটিং দল এবার টোকিওয় গিয়েছে সেই দলে সবচেয়ে অভিজ্ঞ রয়েছেন সঞ্জীব রাজপুত। এছাড়াও রয়েছেন নতুন উঠতি মুখ মানু ভাকের ও সৌরভ চৌধুরী।
Sponsored Links by Taboola