Indira Gandhi: ৫৬ বছর আগে আজকের দিনেই প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেয়েছিল দেশ
স্বাধীনতার ৭৫ বছরে এসেও ভারতের যে প্রধানমন্ত্রীকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, নানা প্রসঙ্গে তাঁর কথা উঠে আসে তিনি হলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী। ১৯৬৬ সালের ১৯ জানুয়ারি প্রধানমন্ত্রী হন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা। তাঁর বাবা জওহরলাল নেহরু ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। এরপর ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হন লালবাহাদুর শাস্ত্রী। তারপর প্রধানমন্ত্রী হন ইন্দিরা।
১৯৬৬ সালের ১১ জানুয়ারি রাতে তাসখন্দে মৃত্যু হয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর। এরপর কে প্রধানমন্ত্রী হবেন, তা নিয়ে এক সপ্তাহ ধরে টানাপোড়েন চলে। শেষপর্যন্ত ক্ষমতায় আসেন ইন্দিরা।
সেই সময় কংগ্রেসের অন্য়তম প্রধান নেতা ছিলেন মোরারজি দেশাই। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি এগিয়েছিলেন। ইন্দিরাকে তিনি গুরুত্ব দিতে চাননি। কিন্তু নেহরু-কন্যাই দল ও সরকারের নেতৃত্ব নিজের হাতে নেন।
লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর তৎকালীন কংগ্রেস সভাপতি কে কামরাজ প্রধানমন্ত্রী হতে অস্বীকার করেন। এরপর লড়াই শুরু হয় মোরারজি ও ইন্দিরার মধ্যে। কংগ্রেস সংসদীয় দলের ভোটাভুটিতে ইন্দিরা পান ৩৫৫টি ভোট। সেখানে মোরারজির পক্ষে যায় মাত্র ১৬৯টি ভোট। ফলে ইন্দিরাই প্রধানমন্ত্রী হন।
ইন্দিরা টানা তিনবার প্রধানমন্ত্রী হন। এরপর ক্ষমতা হারাতে হয় তাঁকে। তবে ১৯৮০ সালে ফের প্রধানমন্ত্রী হন তিনি। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর মৃত্যু পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন।
১৯১৭ সালের ১৯ নভেম্বর এলাহাবাদে জন্ম হয় ইন্দিরার। বাবা জওহরলাল ও মা কমলা নেহরু।
বাংলার সঙ্গে গভীর যোগাযোগ ছিল ইন্দিরার। তিনি শান্তিনিকেতনে পড়াশোনা করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে।
ইন্দিরার শাসনকালেই দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এই কারণে তাঁকে নিয়ে আজও সমালোচনা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -