পাহাড়েই শুরু মহিলা ফুটবলার তৈরির প্রস্তুতি পর্ব
পাহাড়ের বুকে মহিলাদের আবাসিক ফুটবল অ্যাকাডেমি। যার নাম দেবাঞ্জন শের ফুটবল অ্যাকাডেমি। (সব ছবি ও তথ্য সৌজন্য়ে উমেশ তামাং)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকালিম্পংয়ের শের ফুটবল অ্যাকাডেমির তত্ত্বাবধানে শুরু হয়েছে এই অ্যাকাডেমি। মূল উদ্যোক্তা কলকাতার দেবাঞ্জন ফাউন্ডেশন।
এই মুহূর্তে এই অ্যাকাডেমিতে ২৫ জন মেয়ে রয়েছেন। তাঁরা এসেছেন কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, ডুয়ার্সের মতো এলাকা থেকে।
শের ফুটবল ক্লাব ও দেবাঞ্জন ফাউন্ডেশন আবাসিকদের থাকার ব্যবস্থা করা ছাড়াও খাওয়া ও শিক্ষার ব্যাপারেও উদ্যোগ নিয়েছে।
এছাড়াও সেই ২৫ জন মেয়ের যাবতীয় দায়িত্ব নিয়েছে এই ফাউন্ডেশন।
অ্যাকাডেমিরই একজন আবাশিক হলেন সুষনা রাই। তিনি কালিম্পংয়ের একটি প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসেছেন।
শুধু অ্যাকাডেমিতে ফুটবলের অনুশীলনই নয়। কীভাবে মানসিক কাঠিন্যতা অর্জন করতে হয় সেবিষয়েও শিক্ষা নিতে চান তিনি এই অ্যাকাডেমি থেকে।
অনুশীলনে আবাশিকের মহিলা ফুটবলাররা।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে পাহাড়ি মেয়েরা ফুটবল খেলতে পারদর্শী।
২টো ট্রায়ালের পরই এই অ্যাকাডেমিতে যোগ দেওয়ার সুযোগ হয়েছিল সুষনার।
আগামীতে এই আবাশিক শিবির আরও বড় করার ভাবনা রয়েছে এই ফাইন্ডেশনের
- - - - - - - - - Advertisement - - - - - - - - -