Cyclone Yaas Destruction: গুঁড়িয়ে গিয়েছে দোকান, নৌকা ভেঙে টুকরো টুকরো! ইয়াসের ল্যান্ডফলে লণ্ডভণ্ড উদয়পুর, দিঘা

গুঁড়িয়ে গিয়েছে দোকান, নৌকা ভেঙে টুকরো টুকরো! ইয়াসের ল্যান্ডফলে লণ্ডভণ্ড উদয়পুর, দিঘা

1/9
শেষ হল ল্যান্ডফলের প্রক্রিয়া। নির্ধারিত সময়ের আগেই ওড়িশার বালেশ্বরে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। সকাল সোয়া ৯টা নাগাদ শুরু হয় ল্যান্ড ফল। প্রায় ৪ ঘণ্টা ধরে এই ল্যান্ড ফল চলে। ল্যান্ড ফলের সময় সাইক্লোনের আই অংশটি ঢুকতে শুরু করে স্থলভাগে। এই মাঝের অংশটি ঢোকার সময় ঝড়ের বেগ ও বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যায়। টেল অংশটি অতিক্রম করে যাওয়ার সময় ফের ঝড়ের দাপট বাড়ে। বাড়ে বৃষ্টিও।
2/9
ল্যান্ডফলের পরে কার্যত ধ্বংসের ছবি বাংলা ও উড়ুষ্যা বর্ডারের উদয়পুর জুড়ে। ঝড়ের দাপটে ভেঙে পড়েছে ওয়াট টাওয়ার।
3/9
ঘূর্ণঝড় ইয়াসের দাপটে ভেঙে পড়েছে পাকা দোকানঘরগুলিও। জনপ্রিয় সমুদ্রতট জুড়ে শুধুই হাহাকার।
4/9
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সমস্ত ধ্বংসস্তুপ সরাবার কাজে হাত লাগিয়েছে তারা।
5/9
সমুদ্রতট থেকে জলের তোড়ে অনেকটা দূরে উড়ে এসে পড়েছে বড় পাথর, বোল্ডার।
6/9
উদয়পুর বিচে পড়ে থাকতে দেখা গেল টুকরো টুকরো হয়ে ভেঙে পড়া নৌকা। সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি।
7/9
বালেশ্বরের দক্ষিণে আছড়ে পড়ল ইয়াস। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার ৬৬টি জায়গায় ভেঙেছে বাঁধ, জানালেন মুখ্যমন্ত্রী। প্লাবিত বেশ কয়েকটি জেলা।
8/9
পরিস্থিতি সামলাতে রাস্তায় নেমেছে আর্মি। ওড়িশায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরেই দিঘায় উত্তাল সমুদ্র। ঢেউ ছুঁল নারকেল গাছের মাথা। ভাঙল বোল্ডারের বাঁধ। জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকা।
9/9
দিঘার কাছে উদয়পুর বিচে ইয়াসের ধ্বংসলীলা। গুঁড়িয়ে গিয়েছে পাকা ছাদ। একাধিক ঝুপড়ি মাটিতে। সমুদ্রের ধারে রাখা নৌকা ভেঙে টুকরো। ঢেউয়ের তোড়ে সমুদ্রের ধারের বোল্ডার ভেসে গিয়েছে বহুদূর।
Sponsored Links by Taboola