BJP Parliamentary Meet: সংসদীয় দলীয় বৈঠকে কড়া বার্তা, কী বললেন মোদি?
মঙ্গলবার দিল্লির জনপথে ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে ভারতীয় জনতা পার্টির সংসদীয় দলের বৈঠক বসে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযেখানে এই বৈঠক হল, সেটি দলিত নেতা বিআর আম্বেদকরকে উৎসর্গ করে তৈরি করা।
সাংসদদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদে বিজেপির অনেক সাংসদের অনুপস্থিতি থাকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
নরেন্দ্র মোদি বার্তা দিয়ে বলেন, ''আপনারা নিজেকে বদলান, নইলে বদল অবশ্যই হবে।''
এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী সহ সিনিয়র মন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।
সাংসদদের উদ্দেশে নমোর পরামর্শ, “সূর্য নমস্কার করে উপস্থিতি নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নামুন। এতে আপনার সকলে সুস্থ থাকবেন।”
মোদি আরও বলেন, ''আপনাদের প্রতিদিন বাচ্চাদের মতো করে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। দয়া করে সংসদে ও বৈঠকগুলিতে উপস্থিত থাকুন।''
এর আগে বাজেট অধিবেশনের সময়ও তিনি সংসদের কার্যক্রমে যোগ না দেওয়ার জন্য দলের সহকর্মীদের প্রতি একই রকম উদ্বেগ প্রকাশ করেছিলেন।
এদিন বৈঠকে মঞ্চে নরেন্দ্র মোদিকে উত্তরীয় ও মালা পরিয়ে দেওয়া হল দলের পক্ষ থেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -