EPFO Benefits: অন্যে দেবে টাকা, সুবিধা পাবেন আপনি, জানেন কী এই স্কিম ?
প্রিমিয়াম না দিয়েই পাবেন ৭ লাখের বিমার সুবিধা। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন(EPFO)এর কর্মীদের জন্য রয়েছে এই বেনিফিট। Employees’ Deposit Linked Insurance (EDLI) স্কিমের অধীনে পাওয়া যাবে এই বিমার টাকা। সম্প্রতি ট্যুইটারে সংগঠনের কর্মীদের জন্য একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে।সেখানেই দেওয়া হয়েছে যাবতীয় বিবরণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppEPFO Benefits: বেতনভোগী কর্মীদের পরিবারের জন্য সুখবর। কিছু না করেই EPFO থেকে পেতে পারেন ৭ লক্ষ টাকা। অনেক ক্ষেত্রে সরকার ঘোষণা করলেও তার খবর এসে পৌঁছয় না সবার কানে। সেই কারণে সরকারি সুবিধা থেকে বঞ্চিত থেকে যান আমজনতা। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সেই খবর আপনার কাছে পৌছব আমরা।
EDLI scheme benefits: ট্যুইটারে বলা হয়েছে, আপনার যদি Employees Provident Fund Organization (EPFO)-তে অ্যাকাউন্ট থাকে তবে পেতে পারেন এই সুবিধা। এর জন্য আলাদা কিছু করতে হবে না আপনাকে। কেবল অ্যাকাউন্ট থাকার জন্য ৭ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন ইপিএফও সদস্য। মৃত্যুর পর EPFO সদস্যদের নমিনি দাবি করতে পারেন এই টাকা। তবে কেবল সরকারি কর্মচারীরাই নন বেসরকারি কর্মীরাও এই ইনস্যুরেন্স কভার পেতে পারেন।
EPFO Benefits: কীসের ওপর ভিত্তি করে এই টাকা ? আগে এই স্কিমের মাধ্যমে কেবল ৬ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতেন কর্মী সংগঠনের সদস্যরা। ২০২১ সালের এপ্রিল থেকে এই বিমার কভারেজ ৭ লক্ষ টাকা করা হয়েছে। EDLI স্কিমে নাম লেখালেই EPFO সদস্যের নমিনি এই ইনস্যুরেন্স কভার ক্লেইম করতে পারবেন। সেই ক্ষেত্রে অসুস্থতা, দুর্ঘটনা ছাড়াও স্বাভাবিক কারণে EPFO সদস্যের মৃত্যু হলে সেই টাকা পাবেন নমিনি। সাম্প্রতিক নিয়ম অনুসারে, কোনও ব্যক্তি মৃত্যুর ১২ মাসের মধ্যে একের বেশি প্রতিষ্ঠানে চাকরি করলে তাঁর পরিবারও এই বিমার দাবি করতে পারেন।
EDLI scheme benefits: কারা পেতে পারেন এই ৭ লক্ষ বিমার টাকা ? EPFO সদস্যের মৃত্যু হলে তাঁর নমিনি এই টাকার দাবি করতে পারেন। নমিনি না থাকলে এই টাকার দাবিদার ব্যক্তির স্ত্রী। তিনি না থাকলে তাঁর অবিবিহিত কন্যা এই ক্লেইম করতে পারেন। এ ছাড়াও মৃত্ ব্যক্তির নাবালক পুত্র এই বিমার টাকা পেতে পারে। সব থেকে বড় বিষয়, এই বিমার জন্য কর্মীকে কোনও ধরনের টাকা দিতে হয় না।
EPFO Scheme Benefits:কীভাবে আবেদন করবেন টাকার জন্য ? এই সুবিধা পেতে গেলে মৃতের পরিবারকে ইনস্যুরেন্স কভার ও ফর্ম 51F পূরণ করে জমা দিতে হবে নিয়োগকর্তার কাছে। নিয়োগকারী সেই ফর্ম যাচাই করবেন। কোনও কারণে নিয়োগকর্তাকে না পাওয়া গেলে সেই ক্ষেত্রে এই ফর্ম গেজেটেড অফিসার, ম্যাজিস্ট্রেট, গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান, পুরসভার সদস্য অ্যাটাসটেড করতে পারেন। তবে নমিনি করা থাকলে সরাসরি এই বিমার টাকা নমিনির অ্যাকাউন্টে পড়ে যাবে।
EDLI scheme benefits: ন্যূনতম কী সুবিধা ? কোনও ব্যক্তি কমপক্ষে অফিসে টানা ১২ মাস কাজ করলেই ন্যূনতম বিমার সুবিধা পাবে তাঁর পরিবার। সেই ক্ষেত্রে ওই ব্যক্তির মৃত্যু হলে ন্যূনতম ২.৫ লক্ষ টাকা পাবেন নমিনি বা আইনি উত্তরাধিকারী। তবে এর জন্য কর্মীকে কিছু টাকা দিতে হবে না। মাসে ০.৫০ টাকা করে এর জন্য দেবেন নিয়োগকর্তা বা কোম্পানি। সব মিলিয়ে এই জীবন বিমার জন্য ১৫,০০০ টাকা দেবেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -