MS Dhoni's New Super-Look: ক্যাপ্টেন কুলের নয়া অবতার, নতুন হেয়ার কাটে মাহি ম্যানিয়া

ভাইরাল ধোনির নতুন হেয়ার কাট (ছবি সৌজন্যে আলিম হাকিমের ফেসবুক)

1/7
চিনতে পারছেন? হ্যাঁ, প্রথম দর্শনেই অনেকেই অবাক হয়ে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনির এই ছবি দেখে, তাঁকে নাকি চেনাই যাচ্ছে না।
2/7
নতুন ফাঙ্কি হেয়ার কাট। বেয়ার্ড দাড়িতে মুখে হালকা হাসি। ধোনিকে দেখে চোখ ফেরাতে পারছেন না তাঁর অনুগামীরা।
3/7
মাথার পেছনের দিকে পনিটেল রেখেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। যদিও ২২ গজে নানা স্টাইলে মাঠে নামতে দেখা গিয়েছে এমএসকে।
4/7
হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের কাছেই এই নতুন হেয়ার কাট করেছেন ধোনি। নিজের সোশ্য়াল মিডিয়ায় তা পোস্টও করেছেন আলিম।
5/7
ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। সমর্থকরা বেশ খুশি। মাহির বয়স ক্রমেই কমছে, এমনই মত সবার
6/7
আলিম হাকিম নিজেও ধোনির ভীষণ বড় ভক্ত। এর আগেও তা তিনি জানিয়েছেন। এদিন ক্যামেরার সামনেও ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে সবাই চুপ মাহির এই লুকস দেখে।
7/7
গত বছর ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। যদিও আইপিএলে খেলেন তিনি।
Sponsored Links by Taboola