Kota Traffic Update: রাজস্থানের কোটায় চালু স্যাটেলাইট কোচিং স্টেশন
রাজস্থানের কোটায় নতুন স্যাটেলাইট কোচিং স্টেশনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ছবি সৌজন্যে ট্যুইটার/@AshwiniVaishnaw
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরেলমন্ত্রী ট্যুইটে কোটার নতুন স্যাটেলাইট কোচিং স্টেশনের ছবি দিয়েছেন। ছবি সৌজন্যে ট্যুইটার/@AshwiniVaishnaw
কোটায় বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল কোচিং ইনস্টিটিউট আছে। সারা দেশের পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য কোটায় যান। ছবি সৌজন্যে ট্যুইটার/@AshwiniVaishnaw
আটের দশকের শেষদিক থেকে ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল পরীক্ষার কোচিংয়ের জন্য জনপ্রিয় হয়ে ওঠে কোটা। ছবি সৌজন্যে ট্যুইটার/@AshwiniVaishnaw
প্রতি বছর দেড় থেকে দু’লক্ষ পড়ুয়া কোটার বিভিন্ন কোচিং ইনস্টিটিউটে ভর্তি হন। ছবি সৌজন্যে ট্যুইটার/@AshwiniVaishnaw
সোগারিয়া স্টেশন কোটার উপর থেকে চাপ কমাতে সাহায্য করবে। ছবি সৌজন্যে ট্যুইটার /@wc_railway
সাঁতরাগাছি-অজমেঢ়, কলকাতা-অজমেঢ়, জব্বলপুর-অজমেঢ়, ভোপাল-জোধপুর, ভাগলপুর-জোধপুর, ভাগলপুর-অজমেঢ়ের মতো ট্রেনগুলি এবার থেকে সোগারিয়া স্টেশনে থামবে। ছবি সৌজন্যে ট্যুইটার /@wc_railway
ভারতীয় রেলের ক্রু চেঞ্জিং পয়েন্টও হবে সোগারিয়া স্টেশন। ছবি সৌজন্যে ট্যুইটার /@wc_railway
সোগারিয়া স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। ছবি সৌজন্যে ট্যুইটার /@wc_railway
- - - - - - - - - Advertisement - - - - - - - - -