Palindrome Ambigram Day: আজ ‘প্যালিনড্রোম ডেট’, দিনটির বিশেষত্ব কী?

আজকের ইংরাজি তারিখ ২২.০২.২০২২

1/10
আজকের ইংরাজি তারিখ ২২.০২.২০২২। এটি ‘প্যালিনড্রোম ডেট’। যেদিক থেকেই দেখা যাক না কেন, পরপর সংখ্যাগুলি একইরকম আসছে।
2/10
এই ‘প্যালিনড্রোম ডেট’ নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। অনেকেই আজকের তারিখ নিয়ে নানারকম পোস্ট করছেন।
3/10
আজকের দিনটি যেহেতু মঙ্গলবার এবং প্যালিনড্রোম, তাই অনেকে দিনটিকে ‘টুজডে’ বলে চিহ্নিত করছেন।
4/10
একটি তারিখে পরপর ২ সংখ্যাটি থাকবে এবং দিনটি প্যালিনড্রোম হবে, এরকম তারিখ আবার আসবে ২০০ বছর পরে।
5/10
১১ বছর পরপর আসে ‘প্যালিনড্রোম ডেট’। এরকম তারিখ আবার আসবে ২০৩৩ সালের ৩ মার্চ।
6/10
এর আগের ‘প্যালিনড্রোম ডেট’ ছিল ২০১১ সালের ১১ জানুয়ারি। আজ ফিরে এসেছে একইরকম তারিখ।
7/10
একবিংশ শতাব্দীতে ১২টি ‘প্যালিনড্রোম ডেট’ পড়ছে। ২০০১ সালের ২ অক্টোবর ছিল প্রথম এরকম তারিখ। ২০৯২ সালের ২৯ ফেব্রুয়ারি লিপ ডে-তে পড়বে এই শতাব্দীর শেষ ‘প্যালিনড্রোম ডেট’।
8/10
আজকের তারিখটি যেহেতু বিরল, তাই অঙ্কে যাঁদের উৎসাহ আছে, তাঁরা এই দিনটি নিয়ে নানারকম গবেষণা করছেন।
9/10
বিভিন্ন সংস্থাও দিনটি নিয়ে ক্রেতা ও উপভোক্তাদের সচেতন করে দিচ্ছে। বিভিন্ন পণ্য ও রেস্তোরাঁয় খাবারের দামের উপর ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
10/10
দিল্লি পুলিশও পথ নিরাপত্তার বিষয়ে মানুষকে সচেতন করে দেওয়ার জন্য আজকের দিনটিকে বেছে নিয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়েছে, ‘সবাইকে টুজডের শুভেচ্ছা জানানো হচ্ছে। আজকের দিনটি যেহেতু ২২০২২০২২, আমরা আপনাদের মনে করিয়ে দিতে চাই, গতি বাড়ানোর আগে দু’ বার বাবা-মার কথা ভাবুন।’
Sponsored Links by Taboola