Tejashwi Yadav Marriage: বিয়ে করলেন লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী
বৃহস্পতিবার বিয়ে করলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, লালুপ্রসাদ যাদব ও রাবড়ি দেবীর ছোট ছেলে তেজস্বী যাদব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণ দিল্লির সৈনিক ফার্মসে বসেছিল বিয়ের আসর। পাত্রীর নাম র্যাচেল গডিনহো। তবে এখন থেকে তাঁর নতুন নাম রাজেশ্বরী যাদব।
র্যাচেলের বাবা হরিয়ানার ব্যবসায়ী। র্যাচেল ও তেজস্বী ছোটবেলা থেকেই একে অপরের পরিচিত বলে জানা গিয়েছে।
তেজস্বীর বিয়ের অনুষ্ঠানে বাবা-মা, দাদা, দিদি-বোন সহ পরিবারের সবাই উপস্থিত ছিলেন।
তেজস্বীর বিয়ে উপলক্ষে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। বেশ কয়েকজন বাউন্সারকেও দেখা যায়। সবাইকে ভালভাবে পরীক্ষা করে তবেই ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
তেজস্বীর বিয়েতে হাজির ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও তাঁর স্ত্রী ডিম্পল।
কয়েক বছর আগে বিয়ে করেন লালু-রাবড়ির বড় ছেলে তেজপ্রতাপ। এবার ছোট ছেলেও বিয়ে করলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -