Narendra Modi: আমাদের ‘এসপি’ দরকার নেই, কেন বললেন মোদি?
গতকালই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। চারটি রাজ্যই বিজেপি-র দখলে এসেছে। এরপর আজ নিজের রাজ্য গুজরাতের রাজধানী আমদাবাদে রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই রোড শোয়ে বিপুল ভিড় দেখা যায়। বিভিন্ন বয়সের মানুষ মোদিকে দেখার জন্য ভিড় জমান। বাচ্চাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিজেপি-র জয়ের কথা উল্লেখ করে মোদি বলেন, ‘গণতন্ত্রের শক্তি দেখুন, যে রাজ্যগুলিতে এতদিন পরপর দু’বার কোনও দল ক্ষমতায় আসেনি, সেখানে আমরা ফের সরকার গড়ছি। উন্নয়নের ফলেই এটা সম্ভব হয়েছে।’
মোদি আরও বলেন, ‘আমাদের এসপি সিস্টেম দরকার নেই। এই এসপি হল সরপঞ্চ পতি, যেখানে নির্বাচিত সরপঞ্চদের হয়ে তাঁদের স্বামীরাই সব কাজ করেন।’
নিজের রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থার প্রশংসা করে মোদি বলেন, ‘গুজরাতের পঞ্চায়েতরাজ ব্যবস্থায় পুরুষদের চেয়ে মহিলা প্রতিনিধি বেশি।’
মোদি আরও বলেন, ‘আমরা স্কুলে অডিটের দায়িত্ব নিতে পারি, পঞ্চায়েতের প্রতিনিধিদের গ্রামে অপটিক্যাল ফাইবার, টেলিমেডিসিনের মতো প্রযুক্তি চালু করার কথা বলতে পারি। পঞ্চায়েতের প্রতিনিধিদের পাঁচ বছর মেয়াদের মধ্যে নিশ্চিত করতে হবে, কোনও শিশু যেন স্কুলছুট না হয়, কোনও শিশু যেন ভ্যাকসিন থেকে বঞ্চিত না থাকে, গ্রামের সব কাজ যেন ভালভাবে হয়।’
মোদি আরও বলেন, ‘আমরা যদি বাড়ির পাশাপাশি রাস্তা এবং অন্যান্য জায়গাতেও এলইডি বাল্ব ব্যবহার করি, তাহলে অনেক টাকা বাঁচাতে পারব।’
স্বাধীনতার ৭৫ বছর পূর্তির কথা উল্লেখ করে মোদি বলেন, ‘আমরা স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে চাষের জমিতে ছোট ছোট ৭৫টি পুকুর তৈরি করতে পারি। তাতে গ্রামে জলের সমস্যা দূর হবে। প্রতিটি গ্রাম থেকে ৭৫ জন করে কৃষক রাসায়নিকমুক্ত চাষ শুরু করুন।’
মোদি আরও বলেন, ‘২০২৩-এর অগাস্ট পর্যন্ত ৭৫ বার প্রভাতফেরীর মাধ্যমে স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করুন। স্বাধীনতা সংগ্রামীদের কথা আলোচনা করুন, ৭৫টি গাছ পুঁতে বাগান করুন।’
মহাত্মা গাঁধীর কথা উল্লেখ করে মোদি বলেন, ‘মহাত্মা গাঁধী গ্রামোন্নয়ন, আত্মনির্ভরতা ও শক্তিশালী গ্রামের কথা বলতেন। আমাদের সেটা করে দেখাতে হবে।’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -