Samsung Galaxy F23 5G: দারুণ ক্যামেরার সঙ্গে দুর্দান্ত স্পেকস, দেখে নিন স্যামসাঙের নতুন এই ফোন
Samsung Galaxy F23 5G: Samsung ভারতে তাদের নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এটি কোম্পানির সবচেয়ে সস্তা 5G ফোন। Samsung Galaxy F23 5G-এর বৈশিষ্ট্যের দিকে তাকালে, এতে রয়েছে একটি 6.6-ইঞ্চি ফুল HD ডিসপ্লে । স্ক্রিনের সুরক্ষার জন্য এতে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 5।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফোনটি যাতে ভালো পারফর্ম করে তা নিশ্চিত করতে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G প্রসেসর দিয়েছে কোম্পানি। এছাড়াও ফোন 2টি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
এতে রয়েছে 4 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরি। পাশাপাশি পাবেন 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরির বিকল্প। এর মেমরি একটি মাইক্রোএসডি কার্ড দিয়ে 1 টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
এই ফোনে 6 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম রয়েছে। মানে এর 6 GB RAM ভ্যারিয়েন্টটি মোট 12 GB পর্যন্ত বাড়ানো যেতে পারে।
ক্যামেরার কথা বলতে গেলে এতে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা। সঙ্গে পাবেন একটি 8 মেগাপিক্সেল ও একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে 8-মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটি ডুয়াল সিম সাপোর্ট সহ পাওয়া যায়।
এটি Google এর Android 12 বেস কোম্পানির One UI 4.1-এ কাজ করে। কোম্পানি 2 বছরের জন্য এই ফোনের সাথে বড় আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।
এই ফোনে পাওয়ারের জন্য 5000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি অ্যাকোয়া ব্লু ও ফরেস্ট গ্রিন রঙে লঞ্চ করা হয়েছে।
এর মধ্যে 4 GB RAM ভ্যারিয়েন্টের দাম 17499 টাকা। পাশাপাশি এর 6 GB RAM ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 18499 টাকা। ফোনটি Flipkart ও Samsung এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।
এই দুটি ফোনই একটি 'ইনট্রোডাকটরি প্রাইসে' লঞ্চ করা হয়েছে। যার 4 GB RAM ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 15499 টাকা। একই সময়ে 6 GB RAM ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 16499 টাকা। এছাড়াও ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থেকে কিনলে আলাদাভাবে 1000 টাকা ছাড় দেওয়া হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -