Puri Jagannath Rath Yatra: ভক্তশূন্য তবে আবেগ-উৎসাহে পূর্ণ, কেমন হল এবারের পুরীর রথ, রইল ছবিতে
দেশজুড়ে আজ পালিত হল পবিত্র রথযাত্রা। করোনা আবহে বিধি নিষেধ মেনে রথযাত্রা আয়োজিত হল পুরীতেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা আবহে গতবারের মতো এবারও ভক্তশূন্য ভাবেই আয়োজিত হল পুরীর রথযাত্রা।
সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে এবং ওড়িশা সরকারের জারি করা নিষেধাজ্ঞা অনুযায়ী পুরীর রথযাত্রা এবারও ভক্তশূন্য ছিল।
ভক্তরা না থাকলেও আবেগ-উৎসাহে ঘাটতি ছিল না জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার যাত্রায়।
৩ হাজার সেবায়েত ও ১ হাজার কর্মী অংশ নিয়েছিলেন পুরীর রথযাত্রায়।
রথযাত্রায় অংশ নেওয়ার জন্য প্রত্যেকের আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট ও ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা হয়েছিল।
রথযাত্রা উপলক্ষে ছিল নিরাপত্তার কড়াকড়ি। প্রচুর সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েনের পাশাপাশি জারি ছিল কার্ফু।
রথযাত্রার দিন অনুষ্ঠানের সূচনা হয় পহণ্ডি দিয়ে৷ মন্দির থেকে শোভাযাত্রা করে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথে নিয়ে আসাকে স্থানীয় ভাষায় পহণ্ডি বলে৷
পহণ্ডির পর তিন বিগ্রহকে রথে তোলা হয়। প্রতিবারের মতো এবারও পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করেন৷ এই রীতিকে বলা হয় ছেড়াপহরা৷
কথিত আছে, সমস্ত ভক্তকুলকে কৃপা করার জন্য প্রভু জগন্নাথদেব মন্দির ছেড়ে বছরে একবার পথে নেমে আসেন। এই রথ হল সচল, গতিময় জীবনের প্রতীক। (ছবি সৌজন্য- PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -