Puri Jagannath Rath Yatra: ভক্তশূন্য তবে আবেগ-উৎসাহে পূর্ণ, কেমন হল এবারের পুরীর রথ, রইল ছবিতে
jagannath puri rath yatra 2021
1/10
দেশজুড়ে আজ পালিত হল পবিত্র রথযাত্রা। করোনা আবহে বিধি নিষেধ মেনে রথযাত্রা আয়োজিত হল পুরীতেও।
2/10
করোনা আবহে গতবারের মতো এবারও ভক্তশূন্য ভাবেই আয়োজিত হল পুরীর রথযাত্রা।
3/10
সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে এবং ওড়িশা সরকারের জারি করা নিষেধাজ্ঞা অনুযায়ী পুরীর রথযাত্রা এবারও ভক্তশূন্য ছিল।
4/10
ভক্তরা না থাকলেও আবেগ-উৎসাহে ঘাটতি ছিল না জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার যাত্রায়।
5/10
৩ হাজার সেবায়েত ও ১ হাজার কর্মী অংশ নিয়েছিলেন পুরীর রথযাত্রায়।
6/10
রথযাত্রায় অংশ নেওয়ার জন্য প্রত্যেকের আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট ও ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা হয়েছিল।
7/10
রথযাত্রা উপলক্ষে ছিল নিরাপত্তার কড়াকড়ি। প্রচুর সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েনের পাশাপাশি জারি ছিল কার্ফু।
8/10
রথযাত্রার দিন অনুষ্ঠানের সূচনা হয় পহণ্ডি দিয়ে৷ মন্দির থেকে শোভাযাত্রা করে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথে নিয়ে আসাকে স্থানীয় ভাষায় পহণ্ডি বলে৷
9/10
পহণ্ডির পর তিন বিগ্রহকে রথে তোলা হয়। প্রতিবারের মতো এবারও পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করেন৷ এই রীতিকে বলা হয় ছেড়াপহরা৷
10/10
কথিত আছে, সমস্ত ভক্তকুলকে কৃপা করার জন্য প্রভু জগন্নাথদেব মন্দির ছেড়ে বছরে একবার পথে নেমে আসেন। এই রথ হল সচল, গতিময় জীবনের প্রতীক। (ছবি সৌজন্য- PTI)
Published at : 12 Jul 2021 07:59 PM (IST)