Tokyo Paralympics 2020: প্যারালিম্পিক্সে ঢাকে কাঠি, মার্চপাস্টে নজর কাড়লেন ভারতীয় অ্যাথলিটরা

মার্চপাস্টে ভারতীয় প্যারা অ্যাথলিটরা

1/11
টোকিও প্যারালিম্পিক্সের ঢাকে কাঠি পড়ে গেল। মঙ্গলবারই হল উদ্বোধনী অনুষ্ঠান।
2/11
ভারতের হয়ে প্যারালিম্পিক্সের মার্চপাস্টে পতাকা বহন করলেন টেক চাঁদ। তিনি একজন জ্যাভলিন থ্রোয়ার।
3/11
করোনা সংক্রমিত মানুষের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে রয়েছেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু।
4/11
টোকিও অলিম্পিক্স কিছুদিন আগেই শেষ হয়েছে। আগামীকাল থেকে শুরু প্যারালিম্পিক্সের ইভেন্ট।
5/11
প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে আলোর রোশনাই দেখা গেল। একই সঙ্গে ছিল মিউজিক্যাল ট্রুপও।
6/11
করোনা আবহের মধ্যেও টোকিওতে অলিম্পিক্স আয়োজিত হয়েছে সুষ্ঠভাবে। এবার প্যারালিম্পিক্সেও সফল আয়োজন চায় আয়োজকরা।
7/11
১৯৮৪ প্যারালিম্পিক্স থেকে প্রত্যেকবারের ইভেন্টে খেলতে নেমেছেন ভারতীয় অ্যাথলিটরা। গতবার রিও ডি জেনেরিও প্যারালিম্পিক্সে যেখানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ১৯ জন।
8/11
ভারতের প্যারালিম্পিক্সে অভিযান শুরু হবে আগামীকাল থেকে।
9/11
টোকিও প্যারালিম্পিক্সে মোট ৫৪ জন ভারতের প্রতিনিধি অংশ নিতে চলেছেন টুর্নামেন্টে।
10/11
মোট ৯টি খেলায় প্রতিনিধিত্ব করবে ভারতীয় অ্য়াথলিটরা। সেগুলোর মধ্যে রয়েছে তিরন্দাজি, ভারোত্তোলন, অ্যাথলেটিক্স (ট্র্যাক অ্যান্ড ফিল্ড), ব্যাডমিন্টন, সাঁতার সহ আরও অনেক খেলা।
11/11
আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টোকিও প্যারালিম্পিক্স।
Sponsored Links by Taboola