Tokyo Paralympics 2020: প্যারালিম্পিক্সে ঢাকে কাঠি, মার্চপাস্টে নজর কাড়লেন ভারতীয় অ্যাথলিটরা
টোকিও প্যারালিম্পিক্সের ঢাকে কাঠি পড়ে গেল। মঙ্গলবারই হল উদ্বোধনী অনুষ্ঠান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের হয়ে প্যারালিম্পিক্সের মার্চপাস্টে পতাকা বহন করলেন টেক চাঁদ। তিনি একজন জ্যাভলিন থ্রোয়ার।
করোনা সংক্রমিত মানুষের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে রয়েছেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু।
টোকিও অলিম্পিক্স কিছুদিন আগেই শেষ হয়েছে। আগামীকাল থেকে শুরু প্যারালিম্পিক্সের ইভেন্ট।
প্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে আলোর রোশনাই দেখা গেল। একই সঙ্গে ছিল মিউজিক্যাল ট্রুপও।
করোনা আবহের মধ্যেও টোকিওতে অলিম্পিক্স আয়োজিত হয়েছে সুষ্ঠভাবে। এবার প্যারালিম্পিক্সেও সফল আয়োজন চায় আয়োজকরা।
১৯৮৪ প্যারালিম্পিক্স থেকে প্রত্যেকবারের ইভেন্টে খেলতে নেমেছেন ভারতীয় অ্যাথলিটরা। গতবার রিও ডি জেনেরিও প্যারালিম্পিক্সে যেখানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ১৯ জন।
ভারতের প্যারালিম্পিক্সে অভিযান শুরু হবে আগামীকাল থেকে।
টোকিও প্যারালিম্পিক্সে মোট ৫৪ জন ভারতের প্রতিনিধি অংশ নিতে চলেছেন টুর্নামেন্টে।
মোট ৯টি খেলায় প্রতিনিধিত্ব করবে ভারতীয় অ্য়াথলিটরা। সেগুলোর মধ্যে রয়েছে তিরন্দাজি, ভারোত্তোলন, অ্যাথলেটিক্স (ট্র্যাক অ্যান্ড ফিল্ড), ব্যাডমিন্টন, সাঁতার সহ আরও অনেক খেলা।
আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টোকিও প্যারালিম্পিক্স।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -