WB Covid Curbs Extension: বাড়ল বিধিনিষেধ, বন্ধ লোকাল,চালু মেট্রো, ঠিক কী কী বদল, রইল বিস্তারিত
করোনাকালে রাজ্যে ১৫ জুলাইয়ের বদলে ৩০ জুলাই পর্যন্ত বাড়ানো হল বিধিনিষেধের মেয়াদ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্য সরকারের পক্ষ থেকে ১৫ দিন বিধিনিষেধ বাড়ানোর পাশাপাশি বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করা হল।
লোকাল ট্রেন পরিষেবা বন্ধই থাকছে। স্টাফ স্পেশাল ছাড়া অন্য ট্রেন চলবে না বলেই জানানো হয়েছে।
বাস, ট্রাম, লঞ্চ, অটো, রিক্সা ও ক্যাব আগের মতোই ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে।
জনসাধারণের জন্য অবশ্য খুলে যাচ্ছে মেট্রোর দরজা। সোম থেকে শুক্রবার ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলবে। শনি-রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।
১৬ জুলাই থেকে আর দোকান-বাজার-শপিং মলে থাকছে না সময়বিধি।
৫০ শতাংশ গ্রাহক ও ৫০ শতাংশ কর্মী নিয়ে চলবে শপিং মল।
সিনেমা হল, স্পা, সুইমিং পুল বন্ধই থাকছে। শুধুমাত্র রাজ্য-জাতীয় স্তরের প্রশিক্ষণের জন্য সকাল ৬-১০টা পর্যন্ত শর্তসাপেক্ষে খোলা যাবে সুইমিং পুল।
সকাল ১০-বিকেল ৩টে পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। আপাতত বন্ধই থাকছে স্কুল-কলেজ-সিনেমা হল।
বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি আমন্ত্রিত নয়, শেষকৃত্যে ২০ জনের বেশি নয়।
সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে আগের মতোই। (ছবি সৌজন্য-PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -