WB Covid Curbs Extension: বাড়ল বিধিনিষেধ, বন্ধ লোকাল,চালু মেট্রো, ঠিক কী কী বদল, রইল বিস্তারিত

WB Covid Curbs Extension:

1/11
করোনাকালে রাজ্যে ১৫ জুলাইয়ের বদলে ৩০ জুলাই পর্যন্ত বাড়ানো হল বিধিনিষেধের মেয়াদ।
2/11
রাজ্য সরকারের পক্ষ থেকে ১৫ দিন বিধিনিষেধ বাড়ানোর পাশাপাশি বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করা হল।
3/11
লোকাল ট্রেন পরিষেবা বন্ধই থাকছে। স্টাফ স্পেশাল ছাড়া অন্য ট্রেন চলবে না বলেই জানানো হয়েছে।
4/11
বাস, ট্রাম, লঞ্চ, অটো, রিক্সা ও ক্যাব আগের মতোই ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে।
5/11
জনসাধারণের জন্য অবশ্য খুলে যাচ্ছে মেট্রোর দরজা। সোম থেকে শুক্রবার ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলবে। শনি-রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।
6/11
১৬ জুলাই থেকে আর দোকান-বাজার-শপিং মলে থাকছে না সময়বিধি।
7/11
৫০ শতাংশ গ্রাহক ও ৫০ শতাংশ কর্মী নিয়ে চলবে শপিং মল।
8/11
সিনেমা হল, স্পা, সুইমিং পুল বন্ধই থাকছে। শুধুমাত্র রাজ্য-জাতীয় স্তরের প্রশিক্ষণের জন্য সকাল ৬-১০টা পর্যন্ত শর্তসাপেক্ষে খোলা যাবে সুইমিং পুল।
9/11
সকাল ১০-বিকেল ৩টে পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। আপাতত বন্ধই থাকছে স্কুল-কলেজ-সিনেমা হল।
10/11
বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি আমন্ত্রিত নয়, শেষকৃত্যে ২০ জনের বেশি নয়।
11/11
সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে আগের মতোই। (ছবি সৌজন্য-PTI)
Sponsored Links by Taboola