World Elephant Day 2021: আজ 'বিশ্ব হস্তি দিবস'
১২ অগাস্ট, বিশ্ব হস্তি দিবস। আমাদের বাস্তুতন্ত্রে হাতির প্রয়োজনীয়তা, এশিয়ান ও আফ্রিকান হাতির সংরক্ষণ ও সুরক্ষার জন্য প্রথম ২০১২ সালে এই দিনটি পালিত হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচোরাশিকার, বাসস্থান হারিয়ে যাওয়া, সাধারণ মানুষের সঙ্গে লড়াই বা বন্দি অবস্থায় অত্যাচার, এই সমস্ত কারণগুলি এশিয়া ও আফ্রিকার হাতিদের পক্ষে ক্ষতিকর হয়ে ওঠে।
২০১২ সালের ১২ অগাস্ট থেকে এই দিনটির সূত্রপাত হয় যখন থাইল্যান্ডের এলিফ্যান্ট রিইন্ট্রোডাকশন ফাউন্ডেশন ও ক্যানাডার পরিচালক পেট্রিশিয়া সিমস হাত মেলান।
এটি কেবলমাত্র একটি দিন নয়, এটিকে এক আন্দোলন বলা চলে। ২০১২ সাল থেকে পেট্রিশিয়া এই বিশ্ব হস্তি দিবসের প্রতিনিধিত্ব করছেন।
তাঁর তৈরি করা 'দ্য এলিফ্যান্ট সোসাইটি' বিশ্ব হস্তি দিবসের দেখাশোনা করে।
তাঁর এই দাতব্য সংস্থা বছরের পর বছর ধরে সাধারণ মানুষকে হাতির সংরক্ষণের প্রয়োজনীয়তা জানিয়ে আসছেন এবং সচেতনতার প্রচার করে আসছেন।
বিশ্ব হাতি দিবসের ওয়েবসাইটের মতে এই দিনটির উদ্দেশ্য হল হাতিদের জন্য সাহায্য এবং সহায়তা একত্রিত করা।
হাতিদের উপর অত্যাচার ও চোরাশিকার বন্ধ করতে সচেতনতা ছডা়নো হয়।
উদ্দেশ্য একটাই, হাতিদের এই পৃথিবীতে একটু ভালভাবে বেঁচে থাকার উপায় খুঁজে বের করা।
ওয়ার্ল্ড এলিফ্যান্ট সোসাইটি প্রায় একশোটি হাতি সংরক্ষণ সংস্থার সঙ্গে একত্রে কাজ করে। এছাড়াও বিশ্বের বিভিন্ন ব্যক্তি এবং সংস্থাগুলিকে তাদের নিজস্ব ইভেন্টগুলির সঙ্গে এই দিনটিও উদযাপনের আহ্বান জানায়। (সমস্ত ছবি সৌজন্যে - পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -