International Mermaid Day: আজ আন্তর্জাতিক মৎস্যকন্যা দিবস, কী তাৎপর্য দিনটির?
আজ আন্তর্জাতিক মৎস্যকন্যা দিবস। এই কাল্পনিক প্রাণীটিকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে নানা গল্পকথা রয়েছে। প্রাচীনকাল থেকেই মৎস্যকন্যা নিয়ে নানা কাহিনি শোনা যায়। ২০২২-এ এসেও যার বদল হয়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রায় তিন হাজার বছর আগে প্রথমবার অর্ধেক মাছের ও অর্ধেক মাছের শরীরযুক্ত এই প্রাণীটির কথা শোনা যায়। অনেকেই দাবি করেন, তাঁরা মৎস্যকন্যা দেখেছেন। তবে এখনও এ বিষয়ে কোনও প্রমাণ পাওয়া যায়নি।
গ্রিসের পুরাণে মৎস্যকন্যার কথা বলা হয়েছে। শুরুতে এই প্রাণীটিকে অর্ধেক মহিলা ও অর্ধেক পাখি হিসেবে বর্ণনা করা হয়েছিল। পরে অবশ্য অর্ধেক মহিলা ও অর্ধেক মাছ হিসেবেই বর্ণনা করা হয়েছে মৎস্যকন্যাকে।
মৎস্যকন্যার অনেক গুণের কথা বর্ণনা করা হয়েছে। এই প্রাণীটি অত্যন্ত সুন্দর, গানের গলা সুন্দর, সমুদ্রে সাঁতার কাটতে দক্ষ, ঝড়ের মধ্যেও নিজেকে সামলে রাখতে পারে। তবে মৎস্যকন্যার জন্যই অনেক নাবিকের মৃত্যু হয়েছে বলেও শোনা যায়।
বিখ্যাত অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস দাবি করেন, তিনি তিনবার মৎস্যকন্যা দেখেছেন। তবে যতটা সুন্দর বলে এই প্রাণীটিকে বর্ণনা করা হয়, ততটা সুন্দর নয়।
উনিশ শতকে ফিজিতে মৎস্যকন্যার কথা শোনা যায়। এই কাহিনি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তবে এবারও মৎস্যকন্যার বিষয়ে কোনও প্রমাণ পাওয়া যায়নি।
মৎস্যকন্যা নিয়ে কয়েক হাজার বছর ধরে বিশ্বজুড়ে নানা কাহিনি শোনা গেলেও, ২০১৮ থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক মৎস্যকন্যা দিবস পালন। বিশ্বজুড়ে পালিত হয় দিনটি।
জাপান, রাশিয়া, আরব সহ বিভিন্ন দেশের সাহিত্য, পুরাণে মৎস্যকন্যার কথা বলা হয়েছে। একেকটি দেশে একেকরকম বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। কোথাও এই প্রাণীটি দেবীসুলভ, আবার কোথাও সৌন্দর্যের আড়ালে বিপজ্জনক।
ডেনমার্কের কোপেনহেগেন সহ বিভিন্ন দেশে মৎস্যকন্যার মূর্তি আছে। একটি বহুজাতিক কফি সংস্থার লোগোতেও আছে মৎস্যকন্যা। অনেকে মৎস্যকন্যার মতো পোশাক পরে সমুদ্রেও নামেন। এটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার স্পোর্টস।
আন্তর্জাতিক মৎস্যকন্যা দিবসে অনেকেই শিশুদের মৎস্যকন্যার মতো পোশাক পরান। থিম পার্টিও আয়োজন করা হয়। পরিবারের লোকজন, বন্ধুদের সঙ্গে মৎস্যকন্যা সংক্রান্ত ছবি, টিভি শো দেখা যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -