International Mountain Day 2021: পাহাড় ভালবাসেন? আজকের দিনটা আপনার জন্য
আজ আন্তর্জাতিক পর্বত দিবস। প্রতি বছরের ১১ ডিসেম্বর দিনটি পালিত হয়। এবারের থিম ‘পর্বত পর্যটন টিকিয়ে রাখা’।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০৩ সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক পর্বত দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়। তারপর থেকেই প্রতি বছর দিনটি পালন করা হচ্ছে।
করোনা আবহে পর্যটন ব্যাপক ধাক্কা খেয়েছে। সেই কারণে এবারের আন্তর্জাতিক পর্বত দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বিশ্বের বহু মানুষের জীবিকা পর্যটনের উপর নির্ভরশীল। সেই কারণে পর্বত পর্যটনকে টিকিয়ে রাখা বহু মানুষের জন্য গুরুত্বপূর্ণ।
পর্বত পর্যটন যেমন বহু মানুষের জীবিকার ব্যবস্থা করতে পারে, তেমনই দারিদ্র্য দূর করে, সামাজিক মেলবন্ধন ঘটায় এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে।
পর্যটনের মাধ্যমে প্রকৃতি, সংস্কৃতি, আধ্যাত্মিক ঐতিহ্য তুলে ধরার সুযোগ পাওয়া যায়।
পর্বত পর্যটন স্থানীয় হস্তশিল্প, কারুশিল্প, উৎসবকে বহু মানুষের কাছে পৌঁছে দিতেও সাহায্য করে।
বহু মানুষই পাহাড়ে বেড়াতে যেতে ভালবাসেন। তাঁদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ।
নিয়মিত পাহাড়ে গেলে যেমন প্রকৃতির সঙ্গে একাত্মতা তৈরি হয়, তেমনই মন উদার হয়।
যাঁরা পাহাড়ে বেড়াতে যান, তাঁদের দায়িত্ব হল প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা। যত্রতত্র আবর্জনা ফেলে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা কোনওভাবেই কাম্য নয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -