International Tiger Day 2021: বিশ্বজুড়ে পালিত হল 'আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস', কেন বিশেষ আজকের দিনটি?
২৯ জুলাই আন্তর্জাতিক ব্য়াঘ্র দিবস। পৃথিবীজুড়ে বাঘ সংরক্ষণ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই বেশ কয়েকটি দেশ এই দিনটি পালনের উদ্যোগ নেয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচোরাশিকার, বনাঞ্চল ধ্বংস, বেআইনি ব্যবসা ইত্যাদির কারণে বিগত ১৫০ বছরে প্রায় ৯৫ শতাংশ কমেছে বাঘের সংখ্যা।
২০১০ সালের ২৯ জুলাই, বেশ কিছু দেশ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ টাইগার সামিটে এক চুক্তি স্বাক্ষর করে। বাঘ সংখ্যায় দ্রুত হ্রাস কমাতে এবং সেই সংক্রান্ত সচেতনতা প্রচারে বদ্ধপরিকর হয় তারা।
যেসকল দেশে এমনিতেই বাঘের বসবাস বেশি, তারাও এই চুক্তিতে সামিল হয়। ২০২২ সালের মধ্যে নিজেদের দেশের বাঘের সংখ্য়া দ্বিগুণ করার ব্রত নেয় ওই দেশগুলি।
গত বছর এই দিনটি করোনা অতিমারির কারণে ভার্চুয়ালি পালিত হয়েছিল। তবে পরিবেশকর্মী বা সাধারণ মানুষ, কারও উৎসাহে কোনও খামতি ছিল না।
২০২১ সালের আন্তর্জাতিক ব্য়াঘ্র দিবসের থিম 'Their survival is in our hands'. অর্থাৎ 'ওদের বেঁচে থাকা আমাদের হাতে'।
গোটা পৃথিবীর মোট বাঘ সংখ্যার ৭০ শতাংশই পাওয়া যায় ভারতে। ১৯৭৩ সালে বিশ্বজুড়ে শার্দুল সংরক্ষণের উদ্দেশ্যে ভারতের 'প্রজেক্ট টাইগার' শুরু হয়। এক্ষেত্রে উল্লেখ্য, বাঘ সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যমাত্রাও ইতিমধ্যেই পূরণ করে ফেলেছে ভারত।
ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (WWF)-এর মতে বিশ্বে বাঘের বর্তমান সংখ্যা ৩,৯০০। লক্ষ্য আগামী বছরের মধ্যে এই সংখ্যা ৬,০০০ করার।
একসময় আফ্রিকার রাস্তায় নিঃসঙ্কোচে চলাফেরা করত বাঘেরা। শিকার, অবৈধ ব্যবসা ইত্যাদির কারণে সেই সব দৃশ্য এখন অতীত। এছাড়াও নির্বিচারে বনাঞ্চল ধ্বংস করে গড়ে উঠেছে জনবসতি। বাসস্থান হারিয়েছে অধিকাংশ বন্যপ্রাণী।
আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যাঁরা বাঘ সংরক্ষণের সঙ্গে জড়িত তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বাঘ সংরক্ষণের যে ব্রত ভারত নিয়েছে, তাতে অবিচল থাকার বার্তাও দিয়েছেন মোদি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -