Kerala Floods: বানভাসী কেরলে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ফের ভারী বৃষ্টির পূর্বাভাস
প্রবল বর্ষণে বিপর্যস্ত কেরল
1/10
প্রবল বর্ষণে বিপর্যস্ত কেরল। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু কোট্টায়াম ও ইদুক্কি জেলায়।
2/10
বৃষ্টির পাশাপাশি ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসের ফলেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।
3/10
গত কয়েকদিনের মধ্যে শনিবারই সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। একদিনে ২৯২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ইদুক্কি, কোলাম ও এর্নাকুলাম জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।
4/10
সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কয়েকটি জেলায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।
5/10
কেরলে সবমিলিয়ে এ মাসে এখনও পর্যন্ত ৪৪৫ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। ইদুক্কি, কোঝিকোড়, পথনামথিট্টা জেলায় ১ অক্টোবর থেকে এখনও পর্যন্ত ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে।
6/10
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের ফলে কেরল ও তামিলনাড়ুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ফের ভারী বৃষ্টি হতে পারে।
7/10
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কেরলের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
8/10
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সোমবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। তিনি জানিয়েছেন, ১৮৪টি ত্রাণশিবির খোলা হয়েছে। বিভিন্ন জেলায় ত্রাণশিবিরগুলিতে প্রায় ৪,০০০ মানুষকে রাখা হয়েছে।
9/10
ইদুক্কি বাঁধ নিয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিশেষজ্ঞরাই বাঁধের জল ছাড়া নিয়ে সিদ্ধান্ত নেবেন। সব মানুষকে যাতে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা নিশ্চিত করতে হবে জেলাশাসককে।
10/10
এর আগে ২০১৮ সালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে কেরল। এবারের বন্যা সেই ভয়াবহতার স্মৃতি উস্কে দিচ্ছে।
Published at : 19 Oct 2021 02:00 AM (IST)