In PICS IND VS ENG: হেডিংলেতে লড়েও হার বিরাটদের, সিরিজে সমতা রুটদের
হেডিংলেতে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংস অর্ধশতরানের ইনিংস খেলেন রোহিত শর্মা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ওলি রবিনসন। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে ২ উইকেট নিয়েছিলেন।
দ্বিতীয় ইনিংসে অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটে ৯৯ রান যোগ করেছিলেন কোহলি ও পূজারা
অল্পের জন্য শতরান মিস করেন পূজারা। ৯১ রান করে দ্বিতীয় ইনিংসে আউট হন তিনি।
হেডিংলে টেস্টে জিতে সিরিজে সমতা ফেরালো ইংল্যান্ড। এই মুহূর্তে সিরিজের ফল ১-১।
শতরান না পেলেও দ্বিতীয় ইনিংসে ৫৫ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
ইংল্যান্ডের ক্যাপ্টেন হিসেবে সবথেকে বেশি ২৭টি টেস্ট জেতার রেকর্ড এখন এককভাবে রুটের দখলে
ভারতের পেস বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার মহম্মদ শামি।
বিরাট কোহলিরা অল আউট হয়ে গেলেন ২৭৮ রানে। ইনিংস ও ৭৬ রানে টেস্ট জিতে সিরিজে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড।
হারের পর কোহলি বলেছেন, 'প্রথম ইনিংসে ৮০ রানে অল আউট হয়ে যাওয়া আর প্রতিপক্ষের বড় রান করে দেওয়ার পর ঘুরে দাঁড়ানো কঠিন। তবে আমরা দ্বিতীয় ইনিংসে লড়াই করেছি।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -