Manoj tiwari: অষ্টম বিবাহ বার্ষিকী, স্ত্রী সুস্মিতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভালবাসাপূর্ণ পোস্ট মনোজের
৮ বছরের বিবাহিত জীবন কাটিয়ে ফেললেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। ২০১৩ সালে দীর্ঘদিনের বান্ধবী সুস্মিতা রায়কে বিয়ে করেন মনোজ। (ছবি সৌজন্যে মনোজ তিওয়ারির ট্যুইটার)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ জাতীয় দলের জার্সিতেও খেলেছেন। ভারতের হয়ে মিডল অর্ডার এই ব্যাটসম্যান ১২টি ওয়ান ডে ও ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
স্ত্রী সুস্মিতার সঙ্গে কেক কেটে বিবাহ বার্ষিকী পালন করছেন মনোজ। লাল রঙয়ের একটি কেক দেখা যাচ্ছে তারকা দম্পতির সামনে। কেকের সঙ্গে ছবিও তুলেছেন। এছাড়াও দুজন তাঁদের অষ্টম বিবাহ বার্ষিকী যে, তা সোশ্যাল মিডিয়ায় অঙ্গভঙ্গিতেও বুঝিয়ে দিলেন।
ক্রিকেটের ২২ গজের বাইরেও নতুন ইনিংস শুরু করেছেন মনোজ। তৃণমূল কংগ্রেসের হয়ে গত বিধানসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন তিনি। শিবপুর কেন্দ্র থেকে ভোটে জিতেওছিলেন। এরপর মন্ত্রীত্বও পেয়েছেন।
গত ৭ জুলাই ছিল মনোজ ও সুস্মিতার ছেলের তৃতীয় জন্মদিন। ছেলে য়ুভান কেক কাটছেন বাবা, মায়ের সঙ্গে, সেই ছবিও পোস্ট করেছিলেন ট্যুইটারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -