Copa America Final 2021: অবশেষে কাটল ট্রফির খরা, দেখে নিন মেসির কোপা চ্যাম্পিয়ন হওয়ার বিভিন্ন মুহূর্ত
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর সতীর্থদের উল্লাস মেসিকে ঘিরে
1/9
দেশের জার্সিতে লিওনেল মেসি কবে কোনও ট্রফি জিততে পারবেন, সেদিকেই তাকিয়ে ছিল গোটা ফুটবল বিশ্ব। সেই অপেক্ষার অবসান হল ২০২১ সালে। (ছবি সৌজন্যে কোপা আমেরিকা ট্যুইটার)
2/9
এই বছরের কোপা ফাইনালে খেলতে নেমেছিল মেসির দল আর্জেন্তিনা। ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ছিল ব্রাজিল। দুরন্ত লড়াই করে ব্রাজিলের বিবরুদ্ধে জয় হাসিল করে নেয় আর্জেন্তিনা।
3/9
দেশের জার্সিতে প্রথমবার কোনও মেজর টুর্নামেন্ট জিতলেন লিওনেল মেসি। ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে এবারের কোপা চ্যাম্পিয়ন হল আর্জেন্তিনা।
4/9
অধিনায়ক হিসেবেও দেশের জার্সিতে প্রথমবার কোনও টুর্নামেন্ট জিতলেন লিওনেল মেসি। এর আগে বার্সেলোনার জার্সিতে ট্রফি পেয়েছিলেন। কিন্তু দেশের জার্সিতে অধরা মাধুরী অধরাই রয়ে গিয়েছিল। সেই আক্ষেপ পূরণ হল। সুন্দর ট্রফিটি হাতে পেয়েই স্নেহের চুম্বন দিতে দেখা গেল তাঁকে।
5/9
নিজে যদিও এই ম্যাচে গোল করতে পারেননি মেসি। অ্যাঙ্খেল দি মারিয়ার করা একমাত্র গোলেই জয় পায় আর্জেন্তিনা। ১৯৯৩ সালে শেষবার কোপা চ্যাম্পিয়ন হয়েছিল নীল সাদা ব্রিগেড। কিন্তু এরপর থেকে ট্রফি অধরাই ছিল।
6/9
এবারের কোপায় প্রথম থেকেই নিজের চেনা ছন্দে ছিলেন মেসি। নিজে ৪টি গোল করিয়েছেন। করিয়েছেন ৫টি গোল। এদিনও মাঝমাঠে বল সাজিয়ে দেওয়ার কাজটা নিঁখুতভাবে করছিলেন আর্জেন্তাইন সুপারস্টার।
7/9
ফাইনালের পর একাধিক স্বীকৃতি পেলেন আর্জেন্তিনার অধিনায়ক। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার, সেরা ফুটবলার এবং সুদৃশ্য কোপা আমেরিকা ট্রফি। যেটা মোট ১৫ বার পেল আর্জেন্তিনা।
8/9
ম্যাচের পর হারের যন্ত্রণায় কাতর নেমার দ্য় সিলভা স্য়ান্টোস জুনিয়রকে কাছে টেনে জড়িয়ে ধরেন মেসি। নেমারের সঙ্গে বার্সেলোনায় একসঙ্গে খেলেছিলেন মেসি।
9/9
ম্যাচের প্রথমার্ধে ২২ মিনিটের মাথায় আর্জেন্তিনার হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন অ্য়াঙ্খেল দি মারিয়া। গোলের পর তাঁর চির পরিচিত সেলিব্রেশন স্টাইল টুর্নামেন্ট ম্যাসকটের সঙ্গেও করতে দেখা গেল দি মারিয়াকে।
Published at : 11 Jul 2021 03:31 PM (IST)