Haridwar Khumbh Mela 2021: কুম্ভমেলা শেষ করে রাতের অন্ধকারে গোপনে কোথায় যান নাগা সন্ন্যাসীরা?
করোনা আবহেই পূণ্যস্নান। হরিদ্বারে চলছে কুম্ভমেলা। প্রতি বছরের মত এবারেও সেখানে ভিড় জমিয়েছেন নাগা সন্ন্যাসীরা। শুধু তাঁরাই নন, ফটোগ্রাফার থেকে শুরু করে, পূন্যার্থী, পর্যটক, কুম্ভমেলা সবারই আকর্ষণের বিষয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনাগা সন্ন্যাসীদের জীবনযাত্রা রহস্যে মোড়া। কুম্ভ সহ বছরে মোট ১৩টি আখড়ায় যান তাঁরা।
সন্ন্যাস নেওয়ার আগে নাগা সাধুদের প্রত্যেককে বিশেষ কিছু পরীক্ষা দিতে হয়। গায়ে ছাই মাখা বাধ্য়তামূলক।
নাগা সাধুরা বিভিন্ন দল-গোত্রে বিভক্ত। কে কোথা থেকে সন্ন্যাস গ্রহণ করছেন, সেই মত বেশ কিছু দল থাকে তাঁদের।
কুম্ভমেলা শেষ করার পর নিজেদের আখড়ায় ফিরে যান সাধুরা। সেও এক রহস্য। তাঁদের আখড়া যাতে কেউ না খুঁজে পায় সেজন্য রাতের অন্ধকারে গোপনে ফিরে যান তাঁরা। কেউ দেখতে পায় না।
image 6
কখনও এক জায়গায় টানা অনেকদিন থাকেন না নাগা সন্ন্যাসীরা। মাঝেমধ্যেই তাঁরা আস্তানা বদলাতে থাকেন।
শোনা যায়, নাগা সাধুরা কখনও কারোও থেকে কিছু চান না। অনেকে তাঁদের হিংস্র বলে ভয় পেলেও বাস্তবে তাঁরা নিজেদের নিয়েই মগ্ন থাকেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -