Narada Investigation Timeline: সকালে গ্রেফতার, সন্ধেয় জামিন, রাতে স্থগিতাদেশ, দেখে নিন সারাদিনের ঘটনাপ্রবাহ
Narada Sting Operation CBI Arrests Political leaders TMC BJP CM Mamata Banerjee investigation office Kolkata photos timeline
1/12
সোমবার সাতসকালে নারদ-মামলায় গ্রেফতার হন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। নিজাম প্যালেসে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট মেমোতে সই করানো হয় তাদের। সূত্রের খবর, রাজ্যপালের কাছ থেকে অনুমতি মেলার পর সিবিআই-এর এই পদক্ষেপ।
2/12
তৃণমূল নেতা-মন্ত্রীদের গ্রেফতারের পরই নিজাম প্যালেসের গেটের বাইরে বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের। সিবিআই অফিসারদের বিরুদ্ধে লালবাজারে মহিলা তৃণমূল কংগ্রেসের অভিযোগ। বেআইনিভাবে নেতাদের বাড়িতে গিয়ে তুলে নিয়ে আসার অভিযোগ।
3/12
ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় ও সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জার বিরুদ্ধেও আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। ভার্চুয়ালি শুনানি সিদ্ধান্ত।
4/12
নিজাম প্যালেসের বাইরে বিশৃঙ্খলা দেখে রাজ্যপাল জগদীপ ধনকড়ের ট্যুইট, ‘রাজ্যে নৈরাজ্য চলছে, পুলিশ-প্রশাসন নীরব।প্রতি মিনিটে পরিস্থিতি বিস্ফোরক হচ্ছে।পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। পরিস্থিতিকে হাতের বাইরে চলে যেতে দেওয়া হচ্ছে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে সমস্ত পদক্ষেপ নিতে হবে।টিভিতে দেখছি সিবিআই অফিস লক্ষ্য করে পাথর ছোড়া হচ্ছে।আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। দর্শকের ভূমিকায় কলকাতা পুলিশ, দেখে করুণা হচ্ছে।’
5/12
রাজ্যপালের ভূমিকার কড়া ভাষায় নিন্দা তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। অভিসন্ধিমূলক আচরণ। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার শোভন চট্টোপাধ্যায়। মন্তব্য বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের।
6/12
রাজভবনের সামনে বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের। মোতায়েন পুলিশ বাহিনী। নিজাম প্যালেসের বাইরে দফায় দফায় উত্তেজনা। ধুন্ধুমার পরিস্থিতি।
7/12
লকডাউন বিধি ভাঙে, এমন কিছু করবেন না’,তৃণমূলকর্মীদের উদ্দেশে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর ট্যুইট, ‘বাংলার স্বার্থে আইনশৃঙ্খলা মেনে চলুন, সংযত থাকুন। বিচারব্যবস্থার উপর আস্থা আছে, আইনি পথেই লড়াই।’
8/12
নিজাম প্যালেসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নিজাম প্যালেসের ১৫ তলায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানেই তৃণমূলের তিন নেতা-মন্ত্রীকে রাখা হয়েছিল। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা-মন্ত্রীদের। ফলে, তাঁকেও গ্রেফতার করতে হবে। ছয় ঘণ্টা নিজাম প্যালেসে ছিলেন তিনি।
9/12
ট্যুইটে মুখ্যমন্ত্রীকে আক্রমণে কৈলাস বিজয়বর্গীয়। তিনি লিখেছেন, ‘যার আইন রক্ষা করার কথা, তিনিই হুমকি দিচ্ছেন। যিনি আইন রক্ষা করার শপথ নিয়েছেন, তিনিই হুমকি দিচ্ছেন। আইনের রক্ষকদের হুমকি দিয়ে সিবিআইকে বাধা। সিবিআইয়ের পথে বাধা দেওয়ার চেষ্টা চলছে। বাংলার মানুষের কাছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
10/12
ব্যাঙ্কশাল কোর্টে জামিনের আবেদন করলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়। সন্ধেয় যেখানে নিম্ন আদালত সিবিআইয়ের প্রভাবশালী তত্ব উড়িয়ে জামিন মঞ্জুর করে।
11/12
হাইকোর্টের নির্দেশেই তদন্ত করছে তারা, কিন্তু এখানে যেরকম পরিস্থিতি তাতে তদন্ত করা সম্ভব নয়, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে এমনটাই জানাল সিবিআই। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, আপাতত সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে চলছে শুনানি।
12/12
যেখানে রাতের শুনানিতে গোটা ঘটনায় নাটকীয় মোড়। নিম্ন আদালতের জামিনের নির্দেশে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। আগামী বুধবার পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে ৪ নেতাকে। বুধবার পর্যন্ত ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে জেল হেফাজতে রাখার নির্দেশ।
Published at : 17 May 2021 11:57 PM (IST)
Tags :
Mamata Banerjee CBI High Court Narada Scam Mamata Banerjee Narada Case Updates Narada Scam Updates Narada Case Case Updates Narada Scam Virtual Hearing CM Of Bengal Firhad Hakim Bail Madan Mitra Got Bail Subrata Mukherjee Got Bail Sovan Chatterjee Got Bail CBI Report To High Court High Court On CBI Report High Court