Coromandel Express: লাইনের ওপর পড়ে কাতরাচ্ছেন যাত্রীরা, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় শতাধিক প্রাণহানির আশঙ্কা
ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শালিমার থেকে চেন্নাই যাওয়ার পথে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবালেশ্বরে লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস (odisha train accident), মৃত অন্তত ১০০, আহত বহু।
মালগাড়ি-করমণ্ডল এক্সপ্রেস মুখোমুখি সংঘর্ষ। সজোরে ধাক্কা মেরে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন উঠল মালগাড়ির ওপরে।
লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি কামরা, মালগাড়ির ৫টি বগিও বেলাইন। বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।
দুর্ঘটনার তীব্রতা ও ভয়াবহতা দেখে আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শালিমার থেকে চেন্নাইয়ের পথে যাচ্ছিল ট্রেনটি। বালেশ্বরের কাছে বাহানাগর স্টেশনে কার্যত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে এগোনোর মাঝে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার পর কার্যত দেশলাইয়ের খোলের মতো লাইনের পাশে উল্টে পড়ে ট্রেনের কামরাগুলি। দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর স্থানীয়রা প্রথমে ছুটে আসেন ঘটনাস্থলে।
বিভিন্ন কামরা থেকে শুরু হয় মরিয়া উদ্ধারকার্য। ঠিক কতজন আহত হয়েছেন, সে নিয়ে এখনও পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি। শালিমার থেকে ট্রেনটি চেন্নাইয়ের পথ ধরায় রাজ্যের একাধিক বাসিন্দা ট্রেনটিতে সওয়ার ছিলেন বলেই আশঙ্কা করা হচ্ছে। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -