Neeraj Chopra Emotional Note: স্বপ্ন পূরণের উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায়, বাবা-মাকে প্লেনে চড়ালেন নীরজ

বাবা- মায়ের সঙ্গে নীরজ

1/11
কিছুদিন আগেই তারকা টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে দেখা গিয়েছিল নীরজ চোপড়াকে। (ছবি সৌজন্যে নীরজের ট্যুইটার)
2/11
অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন পানিপথের নীরজ।
3/11
স্বপ্ন দেখতেন বাবা, মাকে নিয়ে একদিন প্লেনে চড়বেন। এবার সেই স্বপ্নপূরণ ভারতের সোনার ছেলের।
4/11
ফ্লাইটে বাবা, মায়ের সঙ্গে চড়ার ছবি পোস্ট করে নীরজ লেখেন, 'আজ আমার স্বপ্ন পূরণের দিন। বাবা-মাকে প্লেনে চড়ালাম।'
5/11
সাউদার্ন কমান্ডস আর্মি স্পোর্টস ইনস্টিটিউটের নামকরণ করা হচ্ছে নীরজ চোপড়ার নামে।
6/11
কিছুদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ ও পঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর উদ্যোগে একটি আহারের আয়োজন করা হয়েছিল অলিম্পিক্সে অংশহগ্রহণকারী অ্যাথলিটদের নিয়ে।
7/11
পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ ও পঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে হাতও মেলালেন নীরজ।
8/11
অমরিন্দর সিংহের সঙ্গে ফটো সেশনে মধ্যমণি ছিলেন সোনাজয়ী নীরজ।
9/11
বাবা-মায়ের সঙ্গে ছবি তুললেন সোনাজয়ী অ্যাথলিট।
10/11
স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজ।
11/11
আগামী ১৫ সেপ্টেম্বর একটি ইভেন্টে অংশ নিতে কলকাতা আসতে চলেছেন ভারতের এই সোনাজয়ী অ্যাথলিট।
Sponsored Links by Taboola