Aamir Khan Pics : জম্মু কাশ্মীরের নতুন ফিল্ম পলিসি লঞ্চ ইভেন্টে আমির খান ও রাজকুমার হিরানি
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খান। বর্তমানে লাল সিংহ চাড্ডা ছবির কাজে ব্যস্ত তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলাল সিং চাড্ডা ছবির পরিচালক রাজকুমার হিরানি। এর আগেও এই ২ জন একসঙ্গে কাজ করেছেন থ্রি ইডিয়ট, পিকে ছবিতে।
জম্মু কাশ্মীরের নতুন ফিল্ম পলিসি লঞ্চ ইভেন্টে অংশ নিতে শ্রীনগরে একসঙ্গে দেখা গেল আমির-রাজকুমারকে।
নতুন ফিল্ম পলিসির একটাই লক্ষ্য, তা হল জম্মু কাশ্মীরকে শ্যুটিং ডেস্টিনেশন হিসেবে আরও নতুনভাবে গড়ে তোলা।
লাল সিং চাড্ডা ছবির কলাকুশলীরা এখন শ্যুটিংয়ের জন্য লাদাখে রয়েছেন।
ছবির জন্য নিজের লুকসেও অনেক পরিবর্তন এনেছেন আমির। এর আগেও চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন।
এর আগে মঙ্গল পাণ্ডে, দঙ্গল ছবিতে আমির খানকে নতুন লুকসে দেখা গিয়েছে।
লাল সিং চাড্ডা ছবিতে আমির খানের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী করিনা কপূর খান।
ইভেন্টে একফ্রেমে দেখা গেল আমির খান, পরিচালক রাজকুমার হিরানি ও প্রোডিউসার মহাবীর জৈনকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -