Aamir Khan Pics : জম্মু কাশ্মীরের নতুন ফিল্ম পলিসি লঞ্চ ইভেন্টে আমির খান ও রাজকুমার হিরানি

আমির খান, রাজকুমার হিরানি

1/9
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খান। বর্তমানে লাল সিংহ চাড্ডা ছবির কাজে ব্যস্ত তিনি।
2/9
লাল সিং চাড্ডা ছবির পরিচালক রাজকুমার হিরানি। এর আগেও এই ২ জন একসঙ্গে কাজ করেছেন থ্রি ইডিয়ট, পিকে ছবিতে।
3/9
জম্মু কাশ্মীরের নতুন ফিল্ম পলিসি লঞ্চ ইভেন্টে অংশ নিতে শ্রীনগরে একসঙ্গে দেখা গেল আমির-রাজকুমারকে।
4/9
নতুন ফিল্ম পলিসির একটাই লক্ষ্য, তা হল জম্মু কাশ্মীরকে শ্যুটিং ডেস্টিনেশন হিসেবে আরও নতুনভাবে গড়ে তোলা।
5/9
লাল সিং চাড্ডা ছবির কলাকুশলীরা এখন শ্যুটিংয়ের জন্য লাদাখে রয়েছেন।
6/9
ছবির জন্য নিজের লুকসেও অনেক পরিবর্তন এনেছেন আমির। এর আগেও চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন।
7/9
এর আগে মঙ্গল পাণ্ডে, দঙ্গল ছবিতে আমির খানকে নতুন লুকসে দেখা গিয়েছে।
8/9
লাল সিং চাড্ডা ছবিতে আমির খানের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী করিনা কপূর খান।
9/9
ইভেন্টে একফ্রেমে দেখা গেল আমির খান, পরিচালক রাজকুমার হিরানি ও প্রোডিউসার মহাবীর জৈনকে।
Sponsored Links by Taboola